বলিউডের বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। অবশ্য তাঁর আরও একটা পরিচয় রয়েছে। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বর্য। অভিনেত্রীর সৌন্দর্যের কাছে আজও ফিকে বাকিদের রূপ। যেকটি ছবিতে কাজ করেছেন তার সিংহভাগই সুপারহিট হয়েছে। তবে অনেকেই হয়তো জানেন না একাধিক সুপারহিট ছবি রিজেক্ট করে দিয়েছিলেন ঐশ্বর্য। আজ সেই সমস্ত ছবির তালিকায় আপনাদের সামনে তুলে ধরব।
১. বাজিরাও মাস্তানি (Bajirao Mastani) : বলিউডের সুপারহিট ছবির মধ্যে বাজিরাও মাস্তানি অন্যতম একটি। ছবিতে রণবীর সিং ও দীপিকা পাডুকোনকে দেখা গিয়েছিল। দুজনের কেমিস্ট্রি দুর্দান্তভাবে ফুটেও উঠেছিল ছবিতে। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই ছবির জন্য প্রথমে দীপিকা নয় ঐশ্বর্য রাইকে অফার করা হয়েছিল। এমনকি হিরো হিসাবে রণবীর নয় সালমানকে কাস্ট করার কথা ছিল। কিন্তু ঐশ্বর্যের বিয়ে হয়ে যাওয়ায় প্রাক্তন সালমানের সাথে কাজের জন্য না করেন দেন। এরপর পরিচালক রণবীর-দীপিকাকে নিয়েই ছবি করেন।
২. কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) : করণ জোহরের ছবি কুছ কুছ হোতা হ্যায় আজ দর্শকদের মনে গেঁথে রয়ে গিয়েছে। বিখ্যাত এই ছবিতে শাহরুখ খান ছাড়াও কাজল ও রানী মুখার্জীকে দেখা গিয়েছিল। কিন্তু যখন শুরুতর ছবি তৈরী করা হয়েছিল সেই সময় ঐশ্বর্য রাইকেও ছবির জন্য অফার করা হয়েছিল। অভিনেত্রী নিজেও এই কথা স্বীকার করেছিলেন ফিল্ম ফেয়ারের সময়ের এক সাক্ষাৎকারে।
৩. চলতে চলতে (Chalte Chalte) : ২০০৩ সালের শাহরুখ ও রানী মুখার্জীর জনপ্রিয় ছবি চলতে চলতে। অনস্ক্রিন শাহরুখ-রানী জুটি বেশ প্রশংসিত হয়েছিল। তবে এই ছবির জন্য শুরুতে রানী মুখার্জী নয় বরং ঐশ্বর্য রাইকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ছবিতে সালমানের খানের সাথে কাজ করবেন না হলে ছবির অফার রিজেক্ট করে দিয়েছিলেন ঐশ্বর্য রাই।
৪. হিরোইন (Heroin) : মধুর ভান্ডারকরের ছবি হিরোইন ২০১২ সালে রিলিজ করেছিল। ছবিতে কারিনা কাপুরকে নায়িকা হিসাবে দেখা গেলেও আসলে ঐশ্বর্য রাই থাকার কথা ছিল। অভিনেত্রী রাজিও হয়েছিলেন। কিন্তু ছবির শুটিংয়ের সময় প্রেগনেন্ট হয়ে পড়েন ঐশ্বর্য। তাই ঐশ্বর্যের বদলে কারিনা কাপুরের কাছে চলে যায় ছবিটি।
৫. ট্রয় (Troy) : শুধুই যে বলিউডে ছবি করেছেন ঐশ্বর্য তা কিন্তু নয়। হলিউডের ছবিতেও সুযোগ এসেছিল ঐশ্বর্যর। হলিউডের বিখ্যাত অভিনেতা ব্র্যাড পিটের সাথে ‘ট্রয়’ ছবিতে কাজের অফার এসেছিল ঐশ্বর্যের। কিন্তু ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হত ঐশ্বর্যকে। এদিকে ততদিনে ঐশ্বর্য বিবাহিত তাই এই ছবিটিকেও রিজেক্ট করে দেন।