• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেগন্যান্ট নাকি বুড়ি হয়েছেন! কানের রেডকার্পেটে ‘মুটকি’ তকমা পেলেন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই

Aishwarya rai,aishwarya rai cannes look,Bollywood,gossip,troll,ঐশ্বর্য রাই,ঐশ্বর্য রাইয়ের কান লুক,কান রেডকার্পেট

কান ফ্যাস্টিভ্যালে মুখ দেখানোর জন্য তারকারা কার্যত তপস্যা করেন৷ আর এই বিশেষ কান ফেস্টিভ্যালেই এক্কেবারে ভয়ানক ট্রোলের শিকার হতে হল বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে৷ ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya rai bachchan) সৌন্দর্য নিয়ে চর্চা সারা বিশ্ব জুড়েই চলতে থাকে। কিন্তু সেই সৌন্দর্য নিয়েই এবার বেজায় হাসাহাসি জুড়ে দিল নেটিজেন থেকে শুরু করে তার অনুরাগীরা। বিশ্ব সুন্দরী জমাতেই পারলেন না রেডকার্পেট।

একের পর এক ফেয়ারি লুকে সকলের নজর কাড়তে চাইলেও তিনি একেবারে ডাঁহা ফেল করলেন। একটু পিছন ফিরে তাকিয়ে এখন তার জার্নি টা দেখে নেওয়া প্রয়োজন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্যের সৌন্দর্যের কোনোও বিকল্প এপর্যন্ত পাওয়া যায়নি । ঐশ্বর্য রাই ১৯৯৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন , এরপর অভিনয়ের মধ্যে দিয়ে শুরু করেন বলিউড যাত্রা। প্রথম ছবিই ছিল সুপারহিট, এরপর আর ফিরে তাকাতে হয়নি।

Aishwarya rai,aishwarya rai cannes look,Bollywood,gossip,troll,ঐশ্বর্য রাই,ঐশ্বর্য রাইয়ের কান লুক,কান রেডকার্পেট

কিন্তু বচ্চন পরিবারের বউ হয়ে যাওয়ার পর থেকেই কীভাবে যেন ক্রমেই পর্দা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে দূরে যেতে শুরু করলেন রাই সুন্দরী। আগে যেখানে রেডকার্পেটে তাকে এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ হাপিত্যেশ করে বসে থাকত, আজ সেই ঐশ্বর্য রাই-ই রেড কার্পেটে হাঁটার পর তাকে নিয়ে উড়ল খিল্লি। যদিও হালফিলে ট্রোল একেবারে গা সওয়া হয়ে গিয়েছে তারকাদের৷

Aishwarya rai,aishwarya rai cannes look,Bollywood,gossip,troll,ঐশ্বর্য রাই,ঐশ্বর্য রাইয়ের কান লুক,কান রেডকার্পেট

কিন্তু ঐশ্বর্য ও এবার সেই তালিকা থেকে বাদ পড়ল না। নিজেকে প্লাস্টিক সার্জারি করে যে আরও পারফেক্ট করেছেন ঐশ্বর্য সেকথা কমবেশি সকলেরই জানা। তা নিয়েও ট্রোল হাসাহাসি কম হয়নি। এবার তার পরনে ছিল কালো ফেয়ারি লুক গাউনে ঠাঁসা ফুলের কাজ করা। পোশাকের প্রশংসা এলেও ঐশ্বর্য যে বুড়িয়ে গিয়েছেন একথাও বলতে বাকি রাখেনি কেউই। কেউ তাকে বলছেন প্রেগন্যান্ট, কেউ বলছে বুড়ি। আবার কেউ বলছে এত প্লাস্টিক সার্জারি করলে তো সৌন্দর্য নষ্ট হবেই। রাই সুন্দরীর ওজন বাড়ায় তাকে মুটকি বলতেও ছাড়েনি কেউ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥