বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। নাম,যশ, খ্যাতি সব দিক দিয়েই জনপ্রিয়তার শিখরে রয়েছেন দেশের এই বর্ষীয়ান অভিনেতা। তবে শুধু দেশ নয় দেশের গন্ডী ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে অভিনেতার জনপ্রিয়তা। আজও এই অ্যাংরি ইয়াং ম্যান কে রুপোলি পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। তিনি কোনো সিনেমায় হাত দিলে, তা বক্স অফিস হিট হতে বাধ্য।
আজ যদিও তিনি পাহাড় প্রমাণ খ্যাতি অর্জন করেছেন। টাকা, পয়সা থেকে কোটি কোটি টাকার সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই বিগবির। কিন্তু এই সাফল্য রাতারাতি আসেনি অভিনেতার জীবনে। একটা সময় এমন ছিল যখন অত্যন্ত অর্থকষ্টে ভুগেছিলেন অমিতাভ বচ্চন। সিনেমায় কাজ না পাওয়ার পাশাপাশি ব্যাবসাও ডুবতে বসেছিল অভিনেতার।
প্রসঙ্গত অমিতাভ বচ্চনের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন সিনেমা হল কুলি। এই সিনেমায় করতে গিয়ে একটি বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিনেতা। যার জেরে সেসময় গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। এছাড়া ৯০ এর দশকে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেতা। জানা যায় সেসময় সবমিলিয়ে ৯০ কোটি টাকার দেনা হয়েছিল বিগবির।
পরিচালকদের দরজায় দরজায় ঘুরে কোনোও সিনেমায় কাজ পাচ্ছিলেন বিগ বি। সেসময় নিজের সিনেমায় একটি চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলেন স্বয়ং রাজ চোপড়া। তখনই তার কাছে কাজ চাইতে গিয়েছিলেন বিগবি। তিনি তখন তাকে মহব্বঁতে সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র অফার করেন।
এই সিনেমায় ঐশ্বর্য রাই (Aishwary Rai Bacchan) হয়েছিলেন বিগবির মেয়ে। আর শাহরুখ খান হয়েছিলেন জামাই। সেসময় এই সিনেমাটিই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল বিগবির। এরপরই টেলিভিশনের জনপ্রিয় ক্যুইজ শো কৌন বানেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বিগবিকে। সেসময় তার কাজের একটাই প্রয়োজন ছিল যে সাঁতপাঁচ না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলেন বিগ বি।