• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও বলিউডকে টেক্কা! তিন দিনে রেকর্ড আয় করল ঐশর্য রাইয়ের ‘পোন্নিয়িন সেলভান ২’

গত বছর মুক্তিপ্রাপ্ত সুপারহিট দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’র (Ponniyin Selvan) সিক্যুয়েল ‘পোন্নিয়িন সেলভান ২’ (Ponniyin Selvan 2) সম্প্রতি রিলিজ করেছে। সাউথ ইন্ডাস্ট্রির কিংবদন্তি পরিচালক মণি রত্নমের ‘ড্রিম প্রোজেক্ট’ এটি। তাই স্বাভাবিকভাবেই ‘পোন্নিয়িন সেলভান’ ফ্র্যাঞ্চাইজি থেকে দর্শকদেরও ব্যাপক আশা ছিল। প্রত্যেকবারের মতো এবারও সিনেপ্রেমীদের নিরাশ করতেন না মণি রত্নম।

মণি রত্নমের এই ছবি তৈরির পিছনে দু’হাতে টাকা ঢেলেছেন নির্মাতারা। বাজেটের দিক থেকে কোনও রকমের খামতি রাখেননি তাঁরা। দর্শকদেরও দারুণ পছন্দ হয়েছিল ‘পোন্নিয়িন সেলভান’। এই ছবিটি দেখার পর থেকেই দ্বিতীয়ভাগের জন্য অপেক্ষা করছিলেন সিনেপ্রেমী মানুষরা। কয়েক মাসের অপেক্ষা শেষে গত ২৮ এপ্রিল প্রেক্ষাগৃহে রিলিজ করে ‘পোন্নিয়িন সেলভান ২’।

   

Ponniyin Selvan 2, Ponniyin Selvan 2 box office collection

রিলিজের পর থেকেই ঐশ্বর্য রাই, চিয়া বিক্রম, তৃষা কৃষ্ণণ অভিনীত এই সিনেমা দেখার জন্য সিনেপ্রেমী মানুষদে ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহে। স্বাভাবিকভাবেই ছবির বক্স অফিস কালেকশনেও (Box office collection) দেখা গিয়েছে সেই প্রভাব। সম্প্রতি যেমন নামী ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানিয়েছেন, রিলিজের মাত্র ৩ দিনের মধ্যেই গোটা বিশ্বে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পোন্নিয়িন সেলভান ২’।

মোট আয় করা ১৫০ কোটির মধ্যে ভারতের বক্স অফিস থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। বাকি প্রায় ৭০ কোটি টাকাই এসেছে বিদেশি বক্স অফিস থেকে। যদিও ‘পোন্নিয়িন সেলভান’র মতো ‘পোন্নিয়িন সেলভান ২’ হিন্দি বলয়ে ভালো ব্যবসা করতে পারেনি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রথম সপ্তাহান্তে হিন্দি বলয় থেকে মাত্র ৭ কোটি টাকা আয় করেছে এই সিনেমা।

Ponniyin Selvan 2, Ponniyin Selvan 2 box office collection

মণি রত্নম পরিচালিত এই সিনেমা ভারতীয় সিনেমার ইতিহাসের অত্যন্ত দামি ছবিগুলির মধ্যে একটি। প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে এই ছবি তৈরি করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই ছবি হিট হতে গেলেও ৫০০ কোটির বেশি টাকা আয় করতে হবে। তাই রিলিজের ৩ দিনের মধ্যেই ১৫০ কোটির গণ্ডি টপকে ফেললেও নির্মাতারা এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না।

অপরদিকে বক্স অফিস কালেকশন ছাড়াও, সম্প্রতি ‘পোন্নিয়িন সেলভান ২’ আরও একটি দুর্দান্ত নজির গড়েছে। হিন্দি বলয়ে ভালো ব্যবসা না করতে পারলেও, চলতি বছর মুক্তিপ্রাপ্ত সর্বাধিক রেটিং (IMDB কর্তৃক) পাওয়া হিন্দি ছবির তকমা আদায় করে নিয়েছে ঐশ্বর্য রাই, চিয়া বিক্রমের সিনেমা। পিছনে ফেলে দিয়েছে সুপারস্টার সলমন খান, রণবীর কাপুরের ছবিকে।