আগামী ২০২৩ শে মুক্তি পেতে চলেছে অভিনেতা শাহরুখ খানের (Shahrukh Khan) একটি প্রতীক্ষিত ছবি ‘পাঠান’ (Pathaan)। এই ছবিটির খবর ২০২২ থেকেই শোনা যাচ্ছিলো। একটু একটু করে খবর প্রকাশের পর সম্প্রতি, এই ছবির কিছু গান মুক্তি পেয়েছে। সাথে প্রোমো। আর ছবির এই গানকে ঘিরেই উঠেছে বিতর্কের ঝড়। এই ছবিতে অভিনেতা শাহরুখের পাশাপাশি আছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)।
তবে মুক্তির আগেই বিতর্কের নাগপাশে পাঠান। গত ১২ ই ডিসেম্বর ‘বেশরম রং’ (Besharam Rang Song) গানটি মুক্তি পেয়েছে। আর এই গানটিকে ঘিরে ক্রমশ বেড়ে চলেছে বিতর্ক। বিশেষত এই গানে অভিনেত্রীর পোশাককে ঘিরে রাজনৈতিক বিতর্ক গড়ে উঠেছে। এই গানটিতে অভিনেত্রীর পোশাকের রং আর গানের নাম অনুযায়ী, ‘বেশরম রং’ কথাটিকে ঘিরে চলছে বিতর্ক। এছাড়াও দর্শকের দাবি বিকিনি কখনোই ভারতীয় সংস্কৃতির অঙ্গ হতে পারেনা।
এই বিতর্কের মাঝেই এই গান প্রসঙ্গে মন্তব্য করলেন বলিউডের অপর এক জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bacchan)। তার মন্তব্য একদিকে দর্শকের মন জয় করে নিয়েছে। আবার অন্যদিকে তার এই মন্তব্যের ভিত্তিতে তার কিছু পুরোনো ছবি ক্রমশ প্রকাশ্যে আনা হচ্ছে আর সেগুলি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন বলেছেন, তিনি বিকিনির মত পোশাককে ভারতীয় সংস্কৃতির অঙ্গ মনে করেননা। তিনি আরও বলেছেন, বিকিনি কোন পোশাকের মাপকাঠি হতে পারেনা। তিনি নিজেও কখনও সিনেমার প্রয়োজন ছাড়া বিকিনি পড়েননা বা পড়েননি। এছাড়াও, তিনি মনে করেন তার চেহারায় বিকিনি শুট করেনা। অর্থাৎ, তার চেহারা বিকিনি পড়ার মত বলেও তিনি মনে করেননা।
অভিনেত্রী এহেন কথাগুলি দর্শকের মন জয় করলেও। তিনি যা বলতে চেয়েছেন তার কথার পরিপ্রেক্ষিতে তিনিও ছাড় পাননি। তার এই মন্তব্যের পরেই তার কিছু পশ্চিমি স্বল্প পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে চলেছে। তার আক্রমণ তার দিকে ঘুরতে হয়তো বেশি সময় নেবেনা। এখনও পর্যন্ত তাকে ঘিরে কোনো সমালোচনা শুনতে পাওয়া না গেলেও তার এহেন মন্তব্য আগামীতে কি সৃষ্টি করতে চলেছে তা সময়ের সাথেই বোঝা যাবে।