• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলশয্যার রাতে খাট ভেঙেছিলেন অভিষেক, ক্ষেপে গিয়ে সপাটে থাপ্পড় মারেন ঐশ্বর্য! রইল সেই কাহিনী

Published on:

Aishwarya Rai Bacchan Abhishek Bacchan first night after marriage revealed

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের সীমা নেই। বিশেষ করে বি টাউনের তারকাদের বৈবাহিক জীবন কেমন চলছে, তা নিয়ে চলে ব্যাপক চর্চা। বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং ঐশ্বর্য রাই বচ্চনও (Aishwarya Rai Bachchan) মাঝেমধ্যেই তাই ব্যক্তিগত জীবনের কারণে চর্চার কেন্দ্রে চলে আসেন।

আজ থেকে প্রায় ১৫ বছর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্য। এরপর থেকে সুখে সংসার করছেন দু’জনে। মাঝে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও, নিন্দুকদের মুখে ছাই দিয়ে এখনও একসঙ্গে রয়েছে দুই তারকা।

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan

বি টাউনে যেখানে সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে, সেখানে অভিষেক-ঐশ্বর্যর অটুট সম্পর্ক দেখে মুগ্ধ হন অনুরাগীরা। বিয়ের প্রথম দিন থেকেই তাঁদের সম্পর্ক এমন মিষ্টি। আজকের প্রতিবেদনে এই তারকা জুটির ফুলশয্যার রাতের এক অজানা কাহিনীই তুলে ধরা হল।

অমিতাভ-পুত্র যে প্রচণ্ড মজার মানুষ তা অনুরাগীদের অজানা নয়। ফুলশয্যার রাতেও নতুন বৌ ঐশ্বর্যর সঙ্গে একটি দারুণ কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তবে অভিনেতার সেই কাজে হাসি তো দূর, বরং রাগের চোটে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন অ্যাশ। শোনা যায়, সম্পূর্ণ পরিবারের সামনেই ঘটেছিল এই ঘটনা।

Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan

আসলে ফুলশয্যার রাতে ঐশ্বর্যর সঙ্গে একটি দুষ্টুমি করতে চেয়েছিলেন অভিষেক। সেই জন্য তাঁদের ফুলশয্যার খাটের নাটবোল্ট খুলে কিছু কারসাজি করে রেখেছিলেন অভিনেতা। তিনি চেয়েছিলেন, ঐশ্বর্য সেই খাটে বসতেই সেটি ভেঙে পড়ুক। আর ঠিক তেমনটাই হয়েছিল। অ্যাশ খাটে বসা মাত্রই সেটি ভেঙে পড়ে। এরপর স্বামীর কারসাজির কথা জানতে পারার পর আর রাগ সামলাতে পারেননি তিনি।

সারাদিন বিয়ের নানান রীতি-রেওয়াজের পর রাতে ঘরে ঢুকে খাট ভেঙে পড়ে যাওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি ঐশ্বর্য। আর ওদিকে অভিষেক সম্পূর্ণ কাজটি এতটাই সূক্ষ্মভাবে করেছিলেন যে সেটি বোঝাও যায়নি। আর ব্যস, স্বামী এই দুষ্টুমি সহ্য না করতে পেরে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন রাজ সুন্দরী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥