বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই (Aishwarya Rai)। শুধু যে বলিউডের অভিনেত্রী তা নয়, এক সময় মিস ওয়ার্ল্ড (Miss World) এর খেতাব জিতেছিলেন অভিনেত্রী। আর বর্তমানে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) বাড়ির বৌ তিনি। অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে (Abhishek Bacchan) বিয়ে করেছেন অভিনেত্রী। বি টাউনে বলিউড সেলেব্রিটিদের নিয়ে গুঞ্জন থেকে শুরু করে সমালোচনার শেষ নেই। বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই ও এই সমালোচনার থেকে বাদ পড়েননি।
বলিউডে ঐশ্বর্য রাই কে নিয়ে গুঞ্জনের শেষ নেই। প্রথমে অভিনেত্রীর সাথে বলিউডের দাবাং হিরো সালমান খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। এমনটাও শোনা যায় যে সালমান খানের সাথে ঐশ্বর্যের সম্পর্ক ছিল দু বছর ধরে। যদিও সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। সেই থেকে এখনো ঐশ্বর্যকে সালমান খানের প্রেমিকা বলে উল্লেখ করা হয়ে থাকে বহুবার। শুধুই সালমান খান নন, ধুম ছবির শুটিং চলাকালীন অভিনেত্রী হৃত্বিক রোশনের সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন। তখন গুঞ্জন ওঠে ঐশ্বর্য ও হৃত্বিক রোশনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়েছে।
গত বছর রিলিজ হওয়া ছবি ‘এ দিল হে মুশকিল’ ছবিতে শাহরুখ খান ও রণবীর কাপুরের সাথে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেই সময় রণবীর কাপুরের সাথে ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। এমনকি হলিউডের এক ম্যাগাজিনের পোস্টারে অভিনেত্রীকে বোল্ড লুকে দেখা গেলে তা নিয়েও বেশ শোরগোল পরে গিয়েছিল।
এছাড়াও অভিনেত্রীকে নিয়ে একসময় বি টাউনে বিশাল সমালোচনার ঝড় উঠেছিল। যা সংবাদ মাধ্যমের শিরোনামে পর্যন্ত জায়গা করে নিয়েছিল। আসলে ঐশ্বর্য রাই একবার বলিউডের এক পার্টিতে এমন কিছু করে ফেলেছেন যার কারণে নাকি বচ্চন পরিবারের নাক কাটা গিয়েছিল। আসলে অভিনেত্রী কোনো এক অ্যাওয়ার্ড শো এর পার্টিতে শুশুর অমিতাভ বচ্চনের সাথে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে শুশুর মশাইকেই চুম্বন করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।