• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Airtel তার গ্রাহকদের দিচ্ছে ফ্রীতে ৫ জিবি ডেটা, কিভাবে পাবেন জেনে নিন

Published on:

প্রতিযোগিতার বাজারে নিত্য নতুন সুবিধা এনে গ্রাহকদের আকর্ষণ করতে চাইছে Airtel। গতমাসেই এয়ারটেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নাউন ফোরজি স্মার্টফোন কেনার জন্য লোন দেবে এয়ারটেল। সাথে নিত্য নতুন ডেটা প্ল্যান থেকে শুরু করে আনলিমিটেড প্ল্যান তো রয়েছেই। এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম এই টেলিকম অপারেটর ফ্রীতে ডেটা দিচ্ছে।

যে সমস্ত গ্রাহকেরা নতুন এয়ারটেল সিম নিচ্ছে বা ফোরজি ডিভাইসে আপগ্রেড করছে তাদের জন্য Airtel নিয়ে এসেছে New 4G Sim offer বা 4G Upgrade Data Coupon Offer। অর্থাৎ আপনি যদি নতুন এয়ারটেলের সিম কার্ড নেন বা পুরোনো ২জি বা ৩জি থেকে ফোরজি তে আপগ্রেড করেন তাহলে পেয়ে যাবেন ৫জিবি ডেটা। এর জন্য আপনাকে Airtel Thanks অ্যাপে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করলেই পেয়ে যাবেন ৫ জিবির ডেটা কুপন, একেবারে বিনামূল্যে।

তবে, জেনে রাখা ভালো যারা নতুন এয়ারটেল এর সিম কিনছেন বা 4জি ডিভাইসে আপগ্রেড করছেন তাদেরকে নম্বর চালু হবার ৩০ দিনের মধ্যে Airtel Thanks অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের ৭২ ঘন্টার মধ্যেই ১ জিবি করে মোট ৫টি ডেটা কুপন পেয়ে যাবেন। এই অফারটি একটি এয়ারটেল নাম্বারের জন্য একবারই প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, এর আগে এয়ারটেল থাঙ্কস অ্যাপে রেজিস্টার করলে ২ জিবি ডেটা পাওয়া যেত। কিন্তু যদি নতুন 4জি অফারে আপনি রেজিস্টার করেন তাহলে ৫ জিবি ডেটা পাবেন। আগের নিয়মের ২ জিবি ডেটা কিন্তু পাবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥