ভারতীয় টেলিকম বাজারে প্রতিযোগিতা রয়েছে প্রচুর। প্রত্যেকটি টেলিকম কোম্পানি একেঅপরকে টেক্কা দেবার জন্য রেষারেষি করছে প্রতিনিয়ত। এত কম দামে বেশি ডেটা আর আনলিমিটেড কলিং প্ল্যান নিয়ে ছিল যত প্রতিযোগিতা। কিন্তু এবার সেই দৌড়ে হাজির হয়েছে একটি নতুন ফ্যাক্টর। এখন রিচার্জ প্ল্যানে শুধু মাত্র ডেটা আর আনলিমিটেড কলিং নয়, সাথে যুক্ত হয়েছে নানান ওটিটি সাবস্ক্রিপশন। জিও (Jio) তার প্ল্যানগুলিতে হটস্টারের (Hotstar) সান্সক্রিপশন দিচ্ছে। তো এয়ারটেল (Airtel) আমাজন প্রাইমের (Amazon Prime) ফ্রী সাবস্ক্রিপশন দিচ্ছে।
তবে, এবার জিওকে টেক্কা দিতে আবারো নতুন চারটি প্ল্যান রিলিজ করলো এয়ারটেল। মূলত Amazon Prime Video এর সুবিধা নিয়েই এই প্ল্যানগুলি লঞ্চ করল এয়ারটেল। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, কলিং ও ফ্রি এসএমএসের সাথে থাকছে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন। আসুন দেখে নেওয়া যাক এই প্ল্যানগুলি সন্মন্ধে।
এয়ারটেল প্ল্যান ৮৯
- এই প্ল্যানে থাকছে মোট ৬ জিবি ডেটা যার ভ্যালিডিটি ২৮ দিন।
- সাথে থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন। তবে শুধুমাত্র একটি ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য।
এয়ারটেল প্ল্যান ১৩১
- এই প্ল্যানটি মূলত একটি এক্সটেনশন প্ল্যান। এই প্ল্যানের সাহায্যে একাধিক ডিভাইসে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
এয়ারটেল প্ল্যান ২৯৯
- এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে।
- আনলিমিটেড ভয়েস কলিং ও ফ্রি এসএমএস পাওয়া যাবে।
- সাথে থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন। এই প্ল্যানটির বৈধতা থাকবে ২৮দিন।
এয়ারটেল প্ল্যান ৩৪৯
- এই প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে।
- আনলিমিটেড ভয়েস কলিং ও ফ্রি এসএমএস থাকছে এই প্ল্যানটিতে।
- সাথে থাকছে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল সাবস্ক্রিপশন। এই প্ল্যানটিরও বৈধতা ২৮ দিন।