রিলায়েন্স জিও (Reliance Jio) আসার পর থেকেই ভারতীয় টেলিকম বাজারে শুরু হয় তীব্র প্রতিযোগিতা। সেই যে শুরু হল আজ চলছে সেই প্রতিদ্বন্ধিতা। নিত্যনতুন সস্তা ও বেশ লাভজনক প্লানের অফার নিয়ে হাজির হচ্ছে টেলিকম কোম্পানিগুলি। শুধু যে ভালো অফার দিয়েই এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকা যাবে তা নয়। এরজন্য দরকার অনেক অনেক অ্যাক্টিভ ইউজার সংখ্যা। তাই এই অ্যাক্টিভ ইউজার সংখ্যা বাড়াতে মরিয়া টেলিকম কোম্পানিগুলি।
অনেকেই হয়তো মনে করেন রিলায়েন্স জিওকে বর্তমানে টেক্কা দেওয়া হয়তো অসম্ভব। কিন্তু রিপোর্ট বলছে অন্য কিছু, সম্প্রতি বের হওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে রিলায়েন্স জিওকে নতুন অ্যাক্টিভ ইউজার সংখ্যায় টেক্কা দিয়েছে অন্য এক টেলিকম সংস্থা। হ্যাঁ ঠিকই শুনেছেন, রিলায়েন্স জিওর থেকেও বেশি সংখ্যক নতুন অ্যাক্টিভ ইউজার সংখ্যা রয়েছে এই টেলিকম সংস্থার। এটি হল ভারতী এয়ারটেল (Bharti Airtel)।
রিপোর্টে আরো কিছু তথ্য উঠে এসেছে। যেমনটা জানা যাচ্ছে বর্তমানে সবচেয়ে অ্যাক্টিভ ইউজার হারাচ্ছে Vi। Vi এর গ্রাহকেরা অন্য টেলিকম অপারেটরে পোর্ট করে নিচ্ছে যার ফলে এয়ারটেলের ভিত শক্ত হচ্ছে ধীরে ধীরে কারণ মানুষ Vi থেকে বেরিয়ে Airtel কেই বেছে নিচ্ছেন। যার ফলে রিলায়েন্স জিও কে টেক্কা দিয়ে এবার নতুন অ্যাক্টিভ ইউজার সংখ্যা বাড়ছে Airtel এর।
তবে, গোটা টেলিকম বাজারের হিসাবে রিলায়েন্স এর থেকে এখনও পিছিয়ে রয়েছে ভারতী এয়ারটেল। বর্তমানে রিলিয়ান্স জিও এর গ্রাহক সংখ্যা ৩১৮ মিলিয়ন সেখানে এয়ারটেলের গ্রাহকের সংখ্যা ৩১৬ মিলিয়ন। যার অর্থ এয়ারটেলের থেকে এখনও ২ মিলিয়ন বেশি সংখ্যক ইউজার রয়েছে রিলায়েন্স জিওর।