• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Jio-র মাথায় হাত! মাত্র ১০ টাকা বেশি নিয়ে ২০+ OTT ফ্রি দিচ্ছে এই কোম্পানি, অফার মিস করবেন না

Published on:

Airtel 359 Plan offers more than 20 ott apps with unlimited calling for 10 rs more than jio

একটা সময় ছিল যখন মোবাইল শুধুমাত্র যোগাযোগরক্ষা বা ফোন করার জন্য ব্যবহার হত। তবে Jio আসার পর সেটা পাল্টে গিয়েছে। স্মার্টফোনের দৌলতে চ্যাটিং ভিডিও কলিং থেকে শুরু করে দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজই সেরে ফেলা যায়। তবে স্মার্ট ফোন দিয়ে যেকোনো ধরনের কাজ করতে গেলেই সবার আগে যেটা লাগে সেটা হল একটা ভালো রিচার্জ প্ল্যান যাতে আনলিমিটেড এটা থাকবে। আর বর্তমানে জিও ছাড়া Airtel, Vi ও BSNL এর মধ্যে কোনো একজনকে বেছে নিতে হচ্ছে গ্রাহকদের।

বর্তমানের বাজারে মূলত তিনটি কোম্পানির (Jio, Airtel ও BSNL) মধ্যেই চলছে লড়াই। এর মধ্যে একটি হলো জিও অন্যটি ভারতীয় এয়ারটেল আরেকটি বিএসএনএল। তবে জিওকে টেক্কা দিতে এবার এক দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে Airtel। জিওকে টেক্কা দিতে প্রায় সমস্ত কোম্পানি একই দামে রিচার্জ প্ল্যান বের করে চলেছে। পার্থক্য শুধু ডেটা ভ্যালিডিটি ও ভ্যালুয়েডেড সার্ভিসের মধ্যে। তবে এবার মাত্র ১০ টাকা বেশি খরচ করলেই আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন কুড়িটিও বেশি, OTT অ্যাপের সাবস্ক্রিপশন। হ্যাঁ একদমই ঠিক শুনলেন। আজ Airtel  এই নতুন প্ল্যান সম্পর্কেই জানাবো আপনাদের।

Airtel 359 Recharge

Jio 349 Plan এর সুবিধা

ভারতী এয়ারটেলের প্ল্যান সম্পর্কে জানার আগে Jio এর প্ল্যান সম্পর্কে জেনে নিতে হবে। তবেই দুটি প্ল্যানের মধ্যে কোনটি ভালো বেছে নিতে পারবেন আপনি। Jio এর ৩৪৯ টাকার প্ল্যান রিচার্জ করলে আপনি প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। সাথে থাকবে ১০০ টি এসএমএস প্রতিদিন ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এখানেই শেষ নয়, বিনামূল্যে আনলিমিটেড 5G থেকে শুরু করে Jio Tv, Jio Cinema এর মত OTT অ্যাপ একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন।

Airtel 359 Plan এর সুবিধা

এবার আসা যাক Airtel এর প্ল্যান সম্পর্কে। এয়ারটেলের ৩৫৯ টাকার প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলেও আপনি ২.৫ জিবি করে ডেটা ও ১০০টি এসএমএস প্রতিদিন ফ্রি পাবেন। সাথে থাকবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। তবে যেটা বেশি পাবেন সেটা হল বিনামূল্যে Airtel Xstream Play এর অ্যাক্সেস। এখানেই শেষ নয় থাকবে Sony Liv, Lionsgate, Hoichoi, Eros Now এর মত মোট ২০টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস।

যদি এই দুই প্ল্যানের তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে মাত্র ১০ টাকা বেশি নিয়ে এয়ারটেল ২০টিরও বেশি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দিয়েছে। আপনি যদি একজন বিনোদনপ্রেমী হন আর কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে এই প্ল্যান রিচার্জ করতেই পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥