• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এয়ারপোর্টেই প্রকাশ্যে তুমুল নাচ সুন্দরী রমনীদের! নেটপাড়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে দ্রুত যাতায়াতের জন্য মানুষের প্রথম গন্তব্য হল এয়ারপোর্ট(Airport)। অল্প সময়েই এক জায়গা থেকে দূরের কোনো গন্তব্যে পৌঁছাতে প্লেনের বিকল্প নেই। আর এই প্লেনের মধ্যে যাত্রীদের সেবায় নিয়োজিত থাকেন এয়ারহোস্টেসরা(Airhostesses)। আর এয়ারহোস্টেস মানেই সুন্দরী রমনী যাদের দেখলে এমনিই দিন ভালো যায়। অনেক মেয়েরাই  ছোট থেকে স্বপ্ন দেখেন এয়ারহোস্টেস হয়ে দেশে বিদেশে উড়ে বেড়ানোর। ঝাঁ চকচকে লাইফস্টাইল আর দারুন মাইনের চাকরি কে না পেতে চায়।

কিন্তু এই কাজে থাকে প্রচন্ড চাপ। কঠোর নিয়ম নীতি মেনে পারদর্শিতার সাথে করতে হয় কাজ। যাত্রীদের ঠিকমত বসানো থেকে শুরু করে আপৎকালীন অবস্থা সামলানো। এমনকি হাজারো  সমস্যার মাঝেও হাসিমুখে থাকতে হয় সর্বদা। কাজের কোনো নির্দিষ্ট সময়ও থাকে না। তবে, এতো চাপের মধ্যেও কাজের ফাঁকে একটু বিনোদন তো মানাই যায়। নাহলে যে জীবনটাই অন্য্রখম হয়ে যাবে।

   

এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে এয়ারপোর্টের এই সুন্দরী রমণী অর্থাৎ এয়ারহোস্টেসদের কাজ ভুলে তুমুল নাচে মেতে উঠতে দেখা যাচ্ছে। এয়ারহোস্টেস হয়ে যে নাচের স্টাইল ভুলে যাননি তা প্রমান করে দিলেন এই সুন্দরী রমণীরা। কাজের পোশাকে এয়ারপোর্টেই প্রকাশ্যে বাকি কর্মীদের সাথে মেতে উঠলেন তুমুল নাচে। আর সেই নাচের ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সুন্দরী এয়ারহোস্টেসটের এমন নাচের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।