• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর পর আবার সক্রিয় ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল! ভিডিও দেখেই শোরগোল নেটপাড়ায়

Published on:

Aindrila Sharma's old video goes viral

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) নাম এখন কম বেশি পরিচিত সকলের কাছেই। কিন্তু আফসোস একটাই, এখন তাঁর নামের পাশে জুড়ে গিয়েছে প্রয়াত শব্দটি। কিন্তু কথায় আছে শিল্পীরা বেঁচে থাকেনা তাঁদের কাজের মধ্যে দিয়ে। তাই ঐন্দ্রিলা আজও জীবিত তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি অগণিত ভক্তদের মনে।এখন ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যান্ডেল করেন তাঁর মা শিখা শর্মা।

তারিখটা ছিল গত বছর অর্থাৎ ২০২২ সালের ২০ নভেম্বর। ওই অভিশপ্ত দিনেই মাত্র ২১ বছর বয়সেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেনঅভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল ‘ঝুমুর’ নামে একটি ধারাবাহিকের হাত ধরে। পরবর্তীতে ‘জীবনজ্যোতি’ সিরিয়ালেও প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন ঐন্দ্রিলা।

Tollywood actress Aindrila Sharma’s mother and friend share emotional post on Holi

তবে তাঁকে রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘জীয়ন কাঠি’ নামে এক জনপ্রিয় মেগা সিরিয়াল। প্রসঙ্গত ফাইটার ঐন্দ্রিলা শরীরে ক্যান্সার থাবা বসিয়েছিল দু’দুবার। তবে তিনি প্রচন্ড কষ্ট করেও হাসি মুখেই সেই যন্ত্রণা সহ্য করেই ফাইটব্যাক করেছিলেন। কিন্তু শেষবার আর রক্ষা হয়নি। প্রচন্ড লড়াই করে এবং সেইসাথে অসংখ্য অনুরাগীদের প্রার্থনা থেকে শুরু করে চিকিৎসকদের যাবতীয় চিকিৎসা সবকিছুকে ব্যর্থ করে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ঐন্দ্রিলা শর্মা,Aindrila Sharma,ইউটিউব চ্যানেল,Youtube Channel,পুরোনো ভিডিও,Old Video,ভাইরাল,Viral

তাঁর মৃত্যুর পর এক সময় নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন তাঁর প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। যদিও বর্তমানে সব্যসাচী কামব্যাক করেছেন স্টার জলসার সিরিয়াল রামপ্রসাদের হাত ধরে। এরইমধ্যে সম্প্রতি দীর্ঘ ১১ মাস পর সক্রিয় হয়ে উঠলো ঐন্দ্রিলার ইউটিউব চ্যানেল।

কারণ অভিনেত্রীর পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মধ্য দিয়েই জীবিত রাখবেন তাঁকে। ঐন্দ্রিলার যে ‘ঐন্দ্রিলা শর্মা প্রোডাকশন’ নামে একটি ইউটিউব চ্যানেল ছিল।  সম্প্রতি সেখানেই তাঁর একটি পুরনো ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।

ভিডিওটিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলা একটি গয়নার বিজ্ঞাপন করছেন। এই ভিডিওটি যখন করা হয়েছিল তখন তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর। বহুদিন পর এদিন ঐন্দ্রিলার ভিডিও দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অসংখ্য অনুরাগী। তাই কমেন্ট সেকশনে কেউ লিখেছেন ‘তুমি রবে নীরবে।’ তো কেউ লিখেছেন ‘আমার ভিতর ও বাহিরে। অন্তর অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥