• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে মায়ের মন! ঐন্দ্রিলাকে বাঁচিয়ে রাখতে নতুন উদ্যোগ মা শিখা শর্মার, কুর্নিশ দেশবাসীর

Published on:

Aindrila Sharma’s mother took part in plantation programme in Berhampore for her daughter

Aindrila Sharma: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এরপরেই সূচনা হবে নতুন বছরের। গত এক বছরে আমাদের প্রত্যেকের জীবনেই অনেক পরিবর্তন এসেছে। বহু চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হয়েছে আমরা। কারোর জীবনে এসেছে নতুন সদস্য, কেউ আবার হারিয়েছেন প্রিয়জনকে। গত বছরই যেমন সকলকে হারিয়ে পরলোক গমন করেছেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।

দেখতে দেখতে এক বছর হতে চললো ‘জিয়ন কাঠি’ নায়িকা প্রয়াত হয়েছেন। এখনও সামলে উঠতে পারেনি অভিনেত্রীর পরিবার। প্রিয় মিষ্টিকে হারানোর যন্ত্রণা এখনও কুড়ে কুড়ে খায় মা শিখা শর্মাকে (Shikha Sharma)। ঐন্দ্রিলার বাবা এবং দিদিরও একই অবস্থা। কয়েকমাস আগেই যেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মরণোত্তর কৃতি সম্মান দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

Aindrila Sharma, Aindrila Sharma Telly Academy Awards

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়ে সেদিন মঞ্চেই কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর মা। এবার পুজোর আগে মেয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আরও একটি উদ্যোগ নিলেন শিখাদেবী। তা জানার পর মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে।

সম্প্রতি মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে বেশ কিছু বৃক্ষ রোপণ করা হয়। ঐন্দ্রিলার মা বলেন, সেই গাছের মধ্যেই বেঁচে থাকুক ছোট মেয়ে। গাছে গাছেই অমর থাকুক প্রিয় মিষ্টির স্মৃতি। আসলে ঐন্দ্রিলা গাছপালা ভীষণ ভালোবাসতেন। প্রয়াত অভিনেত্রীর কাছে তাঁর দুই পোষ্য যেমন ভীষণ প্রিয় ছিল, তেমনই গাছ লাগাতেও খুব পছন্দ করতেন তিনি।

Aindrila Sharma Aishwarya Sharma, Aindrila Sharma sister, Aindrila Sharma mother

এদিক বৃক্ষরোপণ কর্মসূচির সময় ঐন্দ্রিলার মা শিখাদেবী বলেন, ‘কুকুর আর গাছ ছিল ওর (ঐন্দ্রিলা) প্রাণ। সেই জন্য গাছে গাছেই বেঁচে থাকুক ঐন্দ্রিলা’। অনেকেই হয়তো জানেন না, অভিনেত্রীর ফ্ল্যাটেও প্রচুর গাছ লাগানো ছিল। সবুজের মধ্যে থাকতে ভীষণ পছন্দ করতেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০ নভেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐন্দ্রিলা। সকল চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে টানা ১৯ দিন জীবন-মৃত্যুর লড়াই করার পর সকলকে কাঁদিয়ে প্রায় হন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥