• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রয়াণের পর ফের টিভির পর্দায়! আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ঐন্দ্রিলার এই সিরিয়াল, রইল ভিডিও

Updated on:

Aindrila Sharma starrer Jiyon Kathi to be telecasted again on television

দেখতে দেখতে দু’সপ্তাহ হতে চলল টলিউডের নামী অভিনেত্রী (Tollywood actress) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) প্রয়াত হয়েছেন। তবে এখনও অভিনেত্রীকে হারানোর শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি অনুরাগীরা। মাত্র ২৪ বছর বয়সে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করার বিষয়টিকে এখনও মেনে নিতে পারছেন না কেউ। তবে এবার অবশেষে ঐন্দ্রিলার অনুরাগীদের জন্য কিছু সুখবর এল।

বিনোদন দুনিয়ার কোনও মানুষ প্রয়াত হলেই আমরা প্রত্যেকেই শুনি নিজের কাজের মাধ্যমে চিরকাল তাঁর বেঁচে থাকার কথা। এই কথাটি যে ঠিক কতখানি সত্যি তা অতীতে বহুবার প্রমাণিত হয়েছে। ঐন্দ্রিলার ক্ষেত্রে আরও একবার প্রমাণিত হয়ে গেল। কারণ নায়িকার মৃত্যুর পর টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে তাঁর একটি সিরিয়াল।

Aindrila Sharma

২০১৭ সালে ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পথচলা শুরু হয়েছিল ঐন্দ্রিলার। সেই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সব্যসাচী চৌধুরী। যদিও অভিনেত্রীর জনপ্রিয়তা পাওয়া শুরু ‘জিয়ন কাঠি’ (Jiyon Kathi) ধারাবাহিকের হাত ধরে। এই সিরিয়ালের হাত ধরেই এক কথায় বদলে যায় ঐন্দ্রিলার ভাগ্য।

এবার ঐন্দ্রিলার প্রয়াণের পর টেলিভিশনের পর্দায় আরও একবার সম্প্রচারিত হতে চলেছে তাঁর ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকটিই। হ্যাঁ, ঠিকই দেখছেন। প্রয়াত অভিনেত্রীকে সম্মান জানাতে এই অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন সান বাংলা কর্তৃপক্ষ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই সুখবরটি দিয়েছেন তাঁরা।

Jiyon Kathi serial, Jiyon Kathi serial Aindrila Sharma

আগামী সোমবার অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে সম্প্রচার শুরু হবে ‘জিয়ন কাঠি’র। সান বাংলার তরফ থেকে ‘জিয়ন কাঠি’ পুনঃসম্প্রচারের ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘ঐন্দ্রিলা আমাদের মধ্যেই আছে, আমাদের মন-প্রাণ জুড়ে, জাহ্নবীর রূপে। চলুন আরেকবার দেখি জাহ্নবীর গল্প ‘জিয়নকাঠি’ ৫ ডিসেম্বর সোমবার থেকে বিকেল ৫:৩০য়’।

‘জিয়ন কাঠি’ সম্প্রচারকারী চ্যানেলের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও। কমেন্ট করে সাধুবাদ জানিয়েছে তাদের। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘ধন্যবাদ সান বাংলা টিম জিয়ন কাঠি শুরু করার জন্য’। আর একজন আবার লিখেছেন, ‘ভালো সিদ্ধান্ত’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥