• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যাথা থাকলেও ভালো আছেন ঐন্দ্রিলা! হাসপাতাল থেকে ফিরে শুভাকাঙ্খীদের উদেশ্যে জানালেন সব্যসাচী

বাংলা টেলিভিশনের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) অসুস্থতার খবর মিলেছিল অনেক আগেই। কিছুদিন আগেই অপারেশন হয়েছে  অভিনেত্রীর। অপারেশন সফল হবার পর সোশ্যাল মিডিয়াতে সেই খবর জানিয়েছিলেন অভিনেতার প্রেমিক তথা টেলিভিশনের প্রিয় চরিত্র বামাক্ষ্যাপা অভিনেতা সব্যসাচী চৌধুরী। এবার অভিনেত্রীর বাড়ির ফেরার খবর ও শারীরিক অবস্থার খবর জানালেন অভিনেতা।

অপারেশনের পর ৫ দিন হাসপাতালেই ছিলেন অভিনেত্রী। এরপর সব কিছু ঠিকঠাক থাকায় ছুটি মিলেছে। এখন বাড়িতেই আছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার সম্পর্কে আপডেট দিয়ে সব্যসাচী লিখেছেন, ‘৫ দিন ICU তে চিকিৎসকদের কড়া নজরে থাকার পর ষষ্ট দিনের মাথায় ওকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। সাধারণ পরিস্থিতিতে আরো বেশ কিছুদিন হাসপাতালে রাখা হয়তো যুক্তিসংযত ছিল, কিন্তু এখন সংক্রমণের ভয়ে সেই ঝুঁকি নিতে চাননি তারা’।

   

সব্যসাচী চৌধুরী Sabyasachi Chowdhury Aindrila Sharma ঐন্দ্রিলা শর্মা

 

এরপর তিনি আরো লিখেছেন, ‘ঐন্দ্রিলা বেশ ভালো আছে, অসহ্য যন্ত্রনা আছে যদিও। আমায় কাল বলেছে “ ব্যাথা তো হবেই, চিৎকার করবো, ওষুধ খাবো। এটাই তো নরমাল ব্যাপার।টেনশনের কিছু নেই ” মাঝেমধ্যে দিব্যি হাঁটাচলা করছে, এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামাও করেছে আজ’।

Sabyasachi Chowdhury,Aindrila Sharma,সব্যসাচী চৌধুরী,ঐন্দ্রিলা শর্মা,ক্যান্সার,বাংলা সিরিয়াল,বামাক্ষ্যাপা,Aindrila Sharma is well after operation Sabyasachi Chowdhury shares update

শেষে অভিনেতা লিখেছেন, ‘আমাদের দুজনের কাছে যাওয়ার অনুমতি দেয়নি কাকিমা। তাই আমরা ঘরের বাইরে অপেক্ষা করছি’। ভালোবাসার মানুষটিকে দরজার বাইরে থেকেই দেখছেন তিনি। সাথে  রয়েছে পোষ্য কুকুর। অভিনেতা নিজের ও তার পোষ্যের ছবি শেয়ার করেই এই সমস্ত কথা লিখেছেন ফেসবুকে। তার এই বার্তা ইতিমধ্যেই নজরে পড়েছে হাজারো শুভাকাঙ্খীদের। নেটিজেনদের প্রত্যেকেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন কমেন্ট বক্সে। বংট্রেন্ডের তরফেও রইল একই প্রার্থনা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পর্দায় ফিরুন অভিনেত্রী।

প্রসঙ্গত, এবছরের ফ্রেব্রুয়ারী মাসে জানা যায় দ্বিতীয়বার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এরপর দিল্লির এক হাসপাতালে দীর্ঘ চারমাস ধরে চলেছে চিকিৎসা। তারপর ২৮শে মে অপারেশন হয় অভিনেত্রীর। এর আগেও ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে যুদ্ধের পর সুস্থ হয়েছিলেন। এবারেও ক্যান্সার আক্রান্ত হয়ে হার মানেননি অভিনেত্রী। হাসি মুখেই জয়ী হয়েছেন, এখন অপেক্ষা সম্পূর্ণ সুস্থ হবার।

site