লড়াইয়ের জেদ, আর মানসিক জোর কোনোও যুদ্ধ জিততে গেলে এই দুই উপাদান থাকা আবশ্যিক। সকলের জীবনের পথ মসৃণ হয়না৷ কারোর কারোর চলার পথে এতই টানাপোড়েন থাকে যে তা উতরানো বেশ কঠিন হয়ে পড়ে। তবে এই বন্ধুর রাস্তাও অতিক্রম করা সহজ হয়, বিশ্বাস আর ভরসার একটা শক্ত করে ধরার মতো হাত পেলে। সেই ভরসার কাঁধ হয়ে ক্যান্সার আক্রান্ত ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) পাশে ছায়ার মতোন ছিলেন তার প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।
মারণ রোগ ক্যান্সার (Cancer) দ্বিতীয় বারের মতো থাবা বসিয়েছিল ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দেহে। সেই থেকে অন্ধকার ভেদ করে দিনের পর দিন কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে শেষমেশ আলোর পথের দিশারী হয়ে উঠেছেন ঐন্দ্রিলা। বেঁচে থাকার তাঁর প্রচন্ড ইচ্ছাশক্তি আর মানসিক জোর আজ অসংখ্য মানুষের কাছে কাছে অনুপ্রেরণা।
দুই দুইবার ক্যান্সারের সাথে দাঁতে দাঁত চেপে লড়ে এখন এক্কেবারে সুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। খানিক দিন বিশ্রাম নিয়ে ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লড়াকু অভিনেত্রী ঐন্দ্রিলা। এই সুখবর নিজের মুখেই জানিয়েছেন ঐন্দ্রিলা।
ফেব্রুয়ারীটা টানা বিশ্রাম নিয়ে মার্চ মাসেই সেটে ফিরবেন ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী। ঐন্দ্রিলা জানান, “আমার চিকিৎসকরা আমাকে আগামী তিন মাস পরিশ্রম না করার বিষয়ে সতর্ক করেছেন এবং আমি তা মেনে চলব। অবশ্যই, কিছু চিকিৎসা চলছে তবে এখন আমি কাজ করার জন্য যথেষ্ট ফিট”। তবে বিশ্রামের মেয়াদ শেষ করেই তিনি ধারাবাহিকে ফিরবেন এই আশ্বাস পেতেই খুশি তার শুভাকাঙ্ক্ষী থেকে অনুরাগীরা।
মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে নিজের বাহ্যিক সৌন্দর্যে তার বদল এলেও, মানসিক ভাবে তিনি এক্কেবারে ঝলমলেই থাকেন৷ ইতিমধ্যেই আধখানা ফুসফুস বাদ পড়েছে তার শরীর থেকে৷ কিন্তু তাতেও ভেঙে পড়েননি অভিনেত্রী৷ ধীরে ধীরে সুস্থ জীবনে ফেরাই তার কাছে বড় চ্যালেঞ্জ , অভিনেত্রীর জন্য Bong Trend এর তরফ থেকে রইল শুভেচ্ছা।