• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যান্সারকে হারিয়ে ‘দাদাগিরি’ ঐন্দ্রিলার! সৌরভের সাথে জমিয়ে নাচলেন রোমান্টিক নাচ, ভাইরাল ভিডিও

Sourav ganguly,Aindrila Sharma,Dadagiri unlimited season 9,Zee Bangla,Reality show,Tollywood controversy,Tollywood stars,Tollywood,Gossip,Entertainment,viral,আদৃতসৌরভ গাঙ্গুলী,ঐন্দ্রিলা শর্মা,দাদাগিরি আনলিমিটেড সিজন 9,জি বাংলা,রিয়ালিটি শো,টলিউড তারকা,টলিউড বিতর্ক,বাংলা ধারাবাহিক,টলিউড,বিনোদন,গসিপ,ভাইরাল

সিরিয়ালের কূটকচালি আর ষড়যন্ত্রের ভিড়ে টেলিভিশনের পর্দায় বেশ কিছু রিয়্যালিটি শো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। এমনই একটি জনপ্রিয় নন ফিকশন রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দেখতে দেখতে সিজেন ১ থেকে শুরু হয়ে সিজেন ৯ এ পড়েছে দাদাগিরি। তবে জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি। ২২ গজের এই মহারাজকে একটিবার চাক্ষুষ করতে মরিয়া হয়ে থাকেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা।

শোয়ের নিত্য নতুন চমক, আর একাধিক শিক্ষামূলক বিষয়ের দরুন বাংলার টেলিভিশন দর্শকদের কাছে এই শো অত্যন্ত জনপ্রিয়। তবে বেশ কিছুদিন হল মন খারাপ ‘দাদাগিরির’ দর্শকদের। কেননা ক্রমেই অন্তিম পর্বের দিকে এগোচ্ছে এই সিজন৷ তবে শেষের আগেও চমক দিতে ভুলছেনা সৌরভ এবং তার টিম।

Sourav ganguly,Aindrila Sharma,Dadagiri unlimited season 9,Zee Bangla,Reality show,Tollywood controversy,Tollywood stars,Tollywood,Gossip,Entertainment,viral,আদৃতসৌরভ গাঙ্গুলী,ঐন্দ্রিলা শর্মা,দাদাগিরি আনলিমিটেড সিজন 9,জি বাংলা,রিয়ালিটি শো,টলিউড তারকা,টলিউড বিতর্ক,বাংলা ধারাবাহিক,টলিউড,বিনোদন,গসিপ,ভাইরাল

এই শোয়ের মঞ্চে উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে মানুষের নানান রকম লড়াইয়ের কথা, সংগ্রামের কথা। আর লড়াইয়ের কথা বলতে গেলে একটা নাম না নিলেই নয়, তিনি বাংলার ক্যান্সার জয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) । এখন অসংখ্য মানুষের অনুপ্রেরণা তিনি। মারণ রোগ ক্যান্সারকে (Cancer) হারিয়ে তিনি যেভাবে কামব্যাক (Comeback) করেছেন তার অন্যতম উৎস অভিনেত্রীর অদম্য ইচ্ছাশক্তি আর অফুরন্ত মনের জোর। আর এই গোটা সময়টায় ঐন্দ্রিলার ঢাল হয়ে সর্বক্ষণ পাশে থেকেছেন ঐন্দ্রিলার প্রেমিক অর্থাৎ টেলি অভিনেত্রী সব্যসাচী চৌধুরী ।

Sourav ganguly,Aindrila Sharma,Dadagiri unlimited season 9,Zee Bangla,Reality show,Tollywood controversy,Tollywood stars,Tollywood,Gossip,Entertainment,viral,আদৃতসৌরভ গাঙ্গুলী,ঐন্দ্রিলা শর্মা,দাদাগিরি আনলিমিটেড সিজন 9,জি বাংলা,রিয়ালিটি শো,টলিউড তারকা,টলিউড বিতর্ক,বাংলা ধারাবাহিক,টলিউড,বিনোদন,গসিপ,ভাইরাল

অভিনেত্রীর এই সাহসিকতা এবং কঠিন লড়াইয়ের খবরাখবর বাংলার ‘দাদা’ সৌরভ গাঙ্গুলিও রেখেছেন৷ সম্প্রতি, দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ‘দাদাগিরি’ করে গেলেন সদ্য ক্যানসার জয়ী টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শুধু তাই নয় দাদার কোমরে হাত রেখে, চোখে চোখ রেখে রীতিমতো রোমান্টিক নাচও করেন অভিনেত্রী৷ দৃশ্য দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের৷ ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥