চেনা ছন্দে ফিরছেন ঐন্দ্রিলা শর্মা (Oindrila Sharma)। যে রোগের নাম শুনলেই লোকে ঈশ্বর নাম করে, সেই মারণ রোগ ক্যান্সারকে একবার নয় দুই দুবার জয় করে ফিরেছেন তিনি। পাশে বট গাছের মতো সবসময়ের জন্যই তিনি পেয়েছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। তাই এই লড়াইকে ঐন্দ্রিলার একার না বলে বলা যায় দুই ভালোবাসার মানুষের লড়াই।
হাসপাতালের বেডে শুয়ে শুয়েই মারণ রোগ ক্যান্সারের সাথে কঠিন লড়াই শেষে গত বছরের ডিসেম্বরেই হাসিমুখে ফিরে এসেছেন সকলের প্রিয় ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বেঁচে থাকার অদম্য ইচ্ছা আর লড়াই করার প্রচন্ড জেদ জীবনযুদ্ধের এই কঠিন লড়াই জিতেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এই প্রথম নয় এর আগে আরও একবার তার শরীরে থাবা এসেছিল এই মারণ রোগ।
উল্লেখ্য গত বছরের ফেব্রুয়ারিতেই ঐন্দ্রিলার শরীরে দ্বিতীয়বার ক্যান্সার ধরা পড়েছিল। তারপর শুরু হয়ে যায় চিকিৎসা। একের পর এক জটিল অস্ত্রোপচার, কেমোথেরাপি শেষে জয় ঐন্দ্রিলার। লড়াইটা সহজ ছিল না ঠিকই কিন্তু অসম্ভব ও ছিলনা, আর একথাটাই তাদের ইচ্ছেশক্তি জুগিয়েছে।
কেমোথেরাপির পর তার এক ঢাল ঘন কালো চুল আর নজরে পড়েনা ঠিকই তবে মুখে তার হাসি খানা লেগেই থাকে। এবার নিজেকে ভালো রাখতে, ভালো থাকতে নিজেকে অনেকটা সময় দিচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। এবার বাড়িতেই তিনি নাচলেন, শ্রেয়া ঘোষালের বিখ্যাত গান ‘মেঘের পালক চাঁদের নোলক’এ। তার স্বতঃস্ফূর্ত নাচ দেখে মন ভালো না হয়ে উপায় নেই। মনের আনন্দে যেন দুডানা মেলে দিয়ে নাচলেন তিনি। ক্যাপশনে লিখলেন, “আমার নিজের ছন্দে ফিরে আসা”।