• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত ঐন্দ্রিলা! মনখারাপ ভুলে প্রেমিকের রঙে রঙিন হলেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ‘জিয়নকাঠি’ সিরিয়ালের অভিনয়ের জেরে বেশ জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রীর জীবনের কাহিনী কোনো ফিল্মের থেকে কম নয়। ২০১৫ সালে মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী, কিন্তু অদম্য ইচ্ছাশক্তির জেরে ক্যানসারকে জয় করে ফেরেন অভিনেত্রী। কিন্তু জীবন যুদ্ধে এখনো সংগ্রাম যে বাকি, ২০২১ এ দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

Aindrila Sharma

   

যেমনটা জানা যায় ২০১৫তে দীর্ঘদিন ধরে চিকিৎসা করে তবেই ভালো হয়েছিলেন অভিনেত্রী। কেমোথেরাপির সাহায্য নিয়ে জয় করেছিলেন ক্যান্সারকে। কিন্তু এবছর স্বরস্বতী পূজার সময় থেকেই হটাৎ শুরু হয় কাঁধে প্রচন্ড যন্ত্রণা। যন্ত্রণা নিয়েই দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। হাসপাতালে নানান পরীক্ষা করে জানা যায় অভিনেত্রীর ডান দিকের ফুসফুসে রয়েছে একটি টিউমার। যেটা বায়োপসি করলে অভিনেত্রী জানতে পারেন ফের ক্যান্সার আক্রান্ত তিনি।

Aindrila Sharma back in shooting

একবার আগেই ইচ্ছাশক্তির জেরে জয় করেছেন ক্যান্সারকে। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ৫টা বছর অভিনয়, পড়াশোনা নিয়ে দিব্যি কাটছিলো জীবন। কিন্তু সমস্ত কিছু যেন ফের বিচ্ছিন্ন করে দিল ফের ক্যান্সারের থাবা। তবে জীবনের এই কঠিন মুহূর্তে অভিনেত্রী কাছে পেয়েছেন প্রেমিককে। কে সেই প্রেমিক? ষ্টার জলসার বামাখ্যাপার চরিত্রে অভিনয়রত অভিনেতা সব্যসাচীই হলেন ঐন্দ্রিলার প্রেমিক। এই কঠিন সময় প্রেমিকার পাশে দাঁড়িয়েছেন সব্যসাচী।

Aindrila Sharma back in shooting

চিকিৎসার জন্য দিল্লিতে গেলে, হসপিটালের বেডে অভিনেত্রীর পাশে দেখা গিয়েছে তাকে। প্রেমিকার হাতে হাত রেখে জীবনযুদ্ধে ফের জিততে চান তাঁরা। তাই তো চিকিৎসা শুরু র পর ফের কাজে যোগ দিয়েছেন দুজনেই। শুরু হয়েছে ক্যান্সার চিকিৎসা অর্থাৎ কেমোথেরাপি। চিকিৎসার কারণে মেয়েদের সৌন্দর্য চুল কেটে ফেলতে হয়েছে ঐন্দ্রিলাকে। তবে বন্ধুত্বের নিদর্শন রেখে তার এক বান্ধবীও নিজের চুল কেটে ফেলেছে। এমন বন্ধুত্ব সত্যি নজির বিহীন।

Aindrila Sharma Sabyasachi

গতকাল ছিল বাঙালিরই রঙের উৎসব দোল উৎসব। এদিন সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই রং নিয়ে মেতে উঠেছিল রং খেলায়। আর এই রঙের খেলায় বাদ যাননি অভিনেত্রী ঐন্দ্রিলাও। প্রেমিক সব্যসাচীর সাথেই রঙের খেলায় মেতে উঠেছেন অভিনেত্রী। এদিন সোশ্যাল মিডিয়াতে রং মাখা একটি ছবি পোস্ট করেছিলেন সব্যসাচী। ছবিতে ঐন্দ্রিলা ও সব্যসাচী দুজনকেই দেখা যাচ্ছিলো। একেঅপরকে ধরে রংমাখা মুখে হাসি নিয়ে দেখা যাচ্ছে তাঁদের।

Aindrila Sharma Sabyasachi

site