সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই গল্পে নতুনত্ব আনার চেষ্টা করে চলেছেন নির্মাতারা। সম্প্রতি একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছে জি বাংলার নতুন সিরিয়াল পিলু (Pilu)। শুরু থেকেই আহির (Ahir)আর পিলুর এই মিষ্টি প্রেমের গল্পে বিশেষ প্রাধান্য পেয়ে আসছে গান।
এই নতুন ধারাবাহিকে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি তথা নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। আর তার সাথেই জুটি বেঁধে আহির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের প্রিয় ছাত্র আহির।
তার হাত ধরেই কলকাতায় গুরুজির গুরুকুলে গান শিখতে গিয়ে অপমানিত হয়ে গ্রামে ফিরে এসেছিল পিলু। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে গুরুজির কথায় আহির নিজে যায় পিলুকে গুরুকুলে ফিরিয়ে আনতে। কিন্তু সহজেই রাজি হয়নি পিলু। ওস্তাদজির অনেক বোঝানোর পর রাজি হয় সে।
এরই মধ্যে দেখা গিয়েছে পিলুর গ্রামে চলছিল টুসু পরব। আর সেই পরবের শুভ দিনে দেবী টুসুর সামনেই চূড়ান্ত নাটকীয়ভাবে মালা বদল হয়ে যায় পিলু আর আহিরের। আর এতেই গ্রামের লোকজন ধরে নেয় বিয়ে হয়ে গিয়েছে পিলু আর আহিরের। এরই মধ্যে দেখা যায় পিলু হনুমানজির সামনে মাথা ঠুকতেই তার সিঁথি সিঁদুরে ভরে ওঠে।
আর সেই সিঁদুর মাথায় নিয়েই সরস্বতী পুজোর দিনেই আহিরের হাত ধরে আবার গুরুকুলে ফিরে আসে পিলু। আর সেই সিঁদুর আর কারও নজরে না এলেও নজরে পড়ে যায় গুরুজির স্ত্রীর অর্থাৎ ঋজুলার। আর এই নিয়ে আবার তুলকালাম শুরু হলে অসুস্থ হয়ে পড়েন ঠামমাম।এতে রেগে যায় গুরুজি। অন্য দিকে আড়ালে পেয়ে আহির পিলুর কাছে জানতে চায় তার সিঁদুর না মোছার আসল কারণ কী।