• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারো সোনু সুদের ছবিতে দুধের অভিষেক! নষ্ট না করে যাদের প্রয়োজন তাদের দিন বললেন অভিনেতা

Published on:

Sonu Sood

সত্যিই যেন গরিবের ভগবান সোনু সুদ (Sonu Sood)। গতবছর লকডাউনের সময় থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। সিনেমায় ভিলেনের চরিত্রে থাকলেও বাস্তবে হিরো বলতে এখন অসহায় মানুষদের কাছে একটাই নাম সোনু সুদ। কখনো আটকে পড়া শ্রমিক থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া তো কখনো গোটা গ্রামের সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা।

কখনো কারোর বাবার অপারেশন তো কখনো কারোর মায়ের চিকিৎসার খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনু সুদ। এরপরেও থেমে থাকেন নি তিনি। অসহায় মানুষদের জন্য সর্বদাই নিজের হাত বাড়িয়ে চলেছে প্রতিমুহূর্তে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সোনুসুদ, অথচ লোকের সাহায্যের কথা ভোলেননি। এরপর সুষ্ঠ হয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়ে ফের লেগে পড়েছেন অসহায় লোকেদের সাহায্যের জন্য।

Sonu Sood

কিছুদিন আগেই, সোনু সুদকে সম্মান জানিয়ে, অভিনেতার বিরাট মাপের পোস্টার দুধ দিয়ে ধুইয়েছেন অন্ধ্র প্রদেশের শ্রীকলহস্তির চিত্তুর জেলার অনুরাগীরা। অভিনেতাকে ধন্যবাদ জানাতেই এই কাজ করেন ভক্তরা। সেই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি চোখে পড়েছে সোনুরও। এই ভিডিও চোখে পড়তেই অভিনেতা লেখেন, ‘আপ্লুত’।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল। কিন্তু এবারে একই ঘটনার পুনরাবৃত্তিতে মোটেও খুশি নন অভিনেতা। তার মতে এমন অনেক মানুষ রয়েছে যারা ঠিক মত খেতে পাচ্ছেন না। অনেক শিশুরা রয়েছে যারা দুধ পায়না। তাই এভাবে দুধ নষ্ট না করে তাদের জন্য ব্যবহার করুন যাদের দুধের প্রয়োজন।

প্রসঙ্গত, প্রথমবার সোনু সুদের ছবিতে দুধ ঢালার ভিডিও ভাইরাল হলে অভিনেত্রী কবিতা কৌশিকী সেই ঘটনাকে ভালো ভাবে নিতে পারেননি। অভিনেত্রী বলেছিলেন, ‘আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি কেন’? একইসঙ্গে তাঁর মতে, সোনুও নিশ্চয়ই এই ঘটনাটি দেখে খুশি হবেন না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥