• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সময় বদলাতেই বাজিমাত নোলক-অরিন্দমের! TRP-তে স্লট লীডার ‘গোধূলি আলাপ’ 

স্টার জলসার প্রথম সারির সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম একটি হল ‘গোধূলি আলাপ'(Godhuli Alap)। রাজ চক্রবর্তীর প্রযোজিত এই সিরিয়ালের মূল বিষয়বস্তু অসম বয়সী দুজন মানুষের সুন্দর দাম্পত্য জীবনের কাহিনী। তাই সিরিয়াল শুরুর আগে থেকেই দর্শকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই সিরিয়ালের নির্মাতারা। বাদ যাননি প্রবীণ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)-ও।

কিন্তু আর পাঁচটা সিরিয়াল থেকে এক্কেবারে আলাদা এই সিরিয়ালের মূল অস্ত্র হল দুর্দান্ত স্ক্রিপ্ট আর তুখোড় অভিনয়। তাই বহুদিন আগেই মত পাল্টে নিয়েছেন দর্শকরাও। যত দিন যাচ্ছে তত বাড়ছে এই সিরিয়ালের ফ্যান ফলোয়িং। ধারাবাহিকে শহরের নামী উকিল অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কৌশিক সেন। আর তাঁর বিপরীতে পেশায় বহুরূপী গ্রামের মেয়ে নোলকের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar)-কে।

   

Godhuli Alap

আজকের দিনে সব সিরিয়ালেরই টিআরপিই (TRP) শেষ কথা হলেও এই সিরিয়ালের অভিনব বিষয়বস্তু থেকে শুরু করে পেশায় বহুরূপী নোলক (Nolok) আর প্রসিদ্ধ উকিল অরিন্দম রায়ের (Arindam Roy) অসম বয়সী দাম্পত্য জীবন অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের। এরইমধ্যে দর্শকদের কাছে ‘মিষ্টি জুটি’র তকমা পেয়েছে নোলক আর অরিন্দম।

ধারাবাহিকে উকিলবাবুর চরিত্রে কৌশিক সেনের (Kaushik Sen) পাশাপাশি নোলকের চরিত্রে সোমু সরকারের (Somu Sarkar) সাবলীল অভিনয় দেখে প্রশংসা করছেন দর্শকরাও। প্রথম থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হতো সন্ধ্যা ৬-টার স্লটে। এ প্রসঙ্গে একবার সিরিয়ালের নায়ক তথা অরিন্দম চরিত্রের অভিনেতা কৌশিক সেন বলেছিলেন এই সময়টা একটা ধারাবাহিক সম্প্রচারের ক্ষেত্রে সঠিক সময় নয়।

cropped-Kaushik-Sen-new-serial-Godhuli-Alap.jpg

টিআরপি তালিকায় পিছিয়ে পড়ার কারণ হিসাবে এই একই মত পোষণ করেছিলেন এই সিরিয়ালের দর্শকরাও। আসলে এমন অনেক মানুষই রয়েছেন যারা এই সময় অফিস থেকে ফেরেন কিংবা অন্য কোন কাজে ব্যস্ত থাকেন। তাই সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যান পেজগুলিতে সকলেই দাবি তুলেছিলেন সিরিয়ালের সম্প্রচারের সময়টা একটু এগিয়ে নিয়ে আসার জন্য।

 

গোধূলি আলাপ,Godhuli Alap,নোলক,Nolok,অরিন্দম রায়,Arindam Roy,স্লট লীডার,Slot Leader

এরই মধ্যে স্টার জলসায় শুরু হয়েছে একের পর এক নতুন সিরিয়াল। যার ফলে নতুন সিরিয়ালের চেইপ এই সিরিয়ালের সময় পিছিয়ে রাত সাড়ে দশটার স্লটে নিয়ে আসা হয়। চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না অনেকে। তার পরেও সকলেই জানিয়েছিলেন সন্ধের সময় করা হোক এই সিরিয়ালের সম্প্রচার। তবে এ কথা ঠিক সন্ধের স্লট না পেলেও সময় পরিবর্তন হতেই চলতি সপ্তাহের টিআরপি চার্টে বাজিমাত করেছে নোলক অরিন্দম জুটি। প্রতিপক্ষ চ্যানেলের ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালকে হারিয়ে চলতি সপ্তাহেই টিআরপিতে স্লট লিডার হয়েছেএই সিরিয়াল।