• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Filmfare’এ বহাল পুষ্পা রাজ! একাই পেলেন ৭ অ্যাওয়ার্ড, দর্শকদের ভালোবাসাই সব জানালেন আল্লু অর্জুন

Published on:

After winning 7 Filmfare awards Pushpa creates new record, Allu Arjun thanked his fans

সাম্প্রতিক অতীতের ব্লকবাস্টার সিনেমার লিস্ট প্রস্তুত করা হলে সেখানে অবশ্যই নাম থাকবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ‘পুষ্পা’র। সেই ছবির সামনে উড়ে গিয়েছিল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের কাহিনী নিয়ে তৈরি ‘৮৩’। বক্স অফিসে সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছিল এই ছবি। এবার সেই ‘পুষ্পা’ই (Pushpa) ফিল্মফেয়ারের মঞ্চেও নতুন রেকর্ড গড়ল।

করোনা অতিমারীর পর যে সকল ভারতীয় ছবি সারা বিশ্বে ভালো ব্যবসা করেছে, তার মধ্যে একটি হল ‘পুষ্পা’। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বক্স অফিসেও ঝড় তুলেছিল এই সিনেমা। সেই সঙ্গেই রেকর্ড অঙ্কের ব্যবসাও করেছিল। তাই স্বাভাবিকভাবেই দক্ষিণের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের (Filmfare awards) মঞ্চেও যে এই ছবির রমরমা থাকবে তা বেশ বোঝা গিয়েছিল।

Allu Arjun in Pushpa

বক্স অফিস ছাড়িয়ে ‘পুষ্পা’ ঝড় এবার ফিল্মফেয়ারের মঞ্চেও পৌঁছে গিয়েছিল। দিন কয়েক আগে বেঙ্গালুরুতে চলতি বছরের দক্ষিণী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসেছিল। ২০২০ এবং ২০২১ সালের পুরস্কার প্রদান করা হয়েছিল সেই অনুষ্ঠানে। সেখানেই ৭টি বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে আল্লুর ছবি।

সেরা পরিচালক থেকে শুরু করে সেরা অভিনেতা, মোট ৭টি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ব্লকবাস্টার ‘পুষ্পা’। আল্লু সেরা অভিনেতা পাওয়ার সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী। ‘লাভ স্টোরি’ ছবির জন্য এই খেতাব জিতেছেন তিনি।

Allu Arjun with Filmfare awards

অপরদিকে ফিল্মফেয়ারের মঞ্চে ‘পুষ্পা ঝড়’এর পর দর্শকদেরই ধন্যবাদ জানিয়েছেন সাউথ সুপারস্টার। আল্লু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, ‘ফিল্মফেয়ার ২০২২’এ পুষ্পা ক্লিন স্যুইপ করেছে।  সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা পুরুষ গায়ক, সেরা মহিলা গায়ক এবং সেরা ছবির শিরোপা আদায় করেছেন। ধন্যবাদ। কৃতজ্ঞ’।

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

জানিয়ে রাখি, সাউথের ফিল্মফেয়ার ২০২২’এ বসেছিল চাঁদের হাট। ইন্ডাস্ট্রির একাধিক নামী তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানের। পূজা হেগড়ে থেকে শুরু করে ম্রুণাল ঠাকুর, সানিয়া আয়াপ্পান থেকে শুরু করে কৃত্তি শেট্টি, ইন্ডাস্ট্রির সকল নামী তারকা ছিলেন সেই অনুষ্ঠানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥