• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্য মিটেছে বিয়ে, ভিকিকে খাইয়েছেন হালুয়া, সপ্তাহ ঘুরতেই এক্স সালমানের কাছে ফিরলেন ক্যাটরিনা

কিছুদিন আগেই মিটেছে বলিউডের ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ভিকি কৌশলের (Viki Kaushal) বিয়ে। রাজপ্রাসাদে রাজকীয় আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ে। বিয়েতে হাজারো বিধিনিষেধ থাকলেও মেহেন্দি, গায়ে হলুদ থেকে বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। নেটিজেনরাও শুভেচ্ছায় ভড়িয়েছেন নবদম্পতিকে। বিয়ের পর স্বামী ভিকির সাথে কিছুটা একান্তে সময় কাটালেও হানিমুন বাকি রয়েছে। তবে বিয়ের সপ্তাহ ঘুরতেই এক্স প্রেমিক সালমান খানের (Salman Khan) কাছে ফিরলেন ক্যাটরিনা।

বলিউডের ভাইজান সালমান খানের সাথে একাধিক অভিনেত্রীর সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে। তবে তাদের মধ্যে ক্যাটরিনার সাহে সালমান খানের সম্পর্ক একসময় সাড়া ফেলে দিয়েছিল গোটা বিটাউনে। তাই একপ্রকার সালমান খানকে ক্যাটরিনার প্রাক্তন বলেন অনেকেই। এদিকে মজার বিষয় হল, বিয়েতে বিটাউনের একাধিক সেলেব্রিটি আমন্ত্রিত থাকলেও সালমান খান নিজে উপস্থিত হননি ক্যাটরিনার বিয়েতে। তবে এবার বিয়ে মিটতেই আবারো একসাথে দেখা গেল সালমান ক্যাটরিনাকে!

   

Salman Khan,Katrina Kaif,Viki Kaushal,Katrina wedding,Tiger 3,Tiger 3 Shooting,সালমান খান,ক্যাটরিনা কাইফ,টাইগার ৩,টাইগার ৩ শুটিং,বলিউড,বলিউডের খবর

আসলে ব্যাপারটা যেমন ভাবছেন তেমন কিছুই না। ক্যাটরিনা ও ভিকি দুজনেই জানিয়েছেন আপাতত নিজেদের হানিমুন কিছুটা পিছিয়েছেন তাঁরা। কারণ আগামী ছবির জন্য শুটিংয়ের ডেট রয়েছে, আর কাজের সাথে আপোষ করতে রাজি নন দুজনের কেউই। অন্যদিকে সালমান খানও নিজের পরবর্তী ছবি ‘টাইগার ৩’ এর কাজ নিয়ে ব্যস্ত। আর ‘টাইগার ৩’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। তাই বিয়ে মিটতেই সালমানের কাছে হাজির হয়েছেন ক্যাটরিনা।

Salman Khan,Katrina Kaif,Viki Kaushal,Katrina wedding,Tiger 3,Tiger 3 Shooting,সালমান খান,ক্যাটরিনা কাইফ,টাইগার ৩,টাইগার ৩ শুটিং,বলিউড,বলিউডের খবর

যেমনটা জানা যাচ্ছে কোনো ফিল্ম সিটির ষ্টুডিওতে নয় বরং ছবিটি শুটিং হবে রাজধানী দিল্লির রাস্তাতেই। আগামী ১৫ দিন ধরে দিল্লির বিভিন্ন লোকেশনে চলবে শুটিং পর্ব। ছবিতে টাইগারের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে আর জোয়ার ভূমিকায় থাকবেন ক্যাটরিনা। টাইগার ছবিতে সালমান ক্যাটরিনার কেমিস্ট্রি বেশ পছন্দ দর্শকদের। সেটা আগেও প্রমাণ হয়েছে। তবে ক্যাটরিনার বিয়ের মাঝেও ছবির কাজ কিছুটা এগিয়ে রেখেছেন সালমান খান।

প্রসঙ্গত, বিয়ে বিলাসবহুল বেশ কিছু উপহার পেয়েছেন ক্যাটরিনা বি টাউনের সহকর্মীদের থেকে। সালমান খান নিজেই ৩ কোটি টাকার একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ভিকি-ক্যাটরিনাকে। এছাড়াও শাহরুখ খান একটি ১.৫ লাখের পেন্টিং উপহার দিয়েছেন।

site