• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা কে রিপ্রেসেন্ট  করছে ‘তুঁতে’! প্রথম পর্ব দেখেই প্রশংসায় ভরাল দর্শক

Published on:

Tunte Audience Praise

গতকাল অর্থাৎ পাঁচ জুন থেকেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে অ্যাকোপলিপের নতুন সিরিয়াল ‘তুঁতে’ (Tunte)। এই সিরিয়ালে নতুন সিরিয়ালের হাত ধরে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন ‘পেঁপে দিয়ে চেপে সংলাপ’ খ্যাত খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। ধারাবাহিকের দীপান্বিতা অভিনীত চরিত্রের নাম হয়েছে তুঁতে।

আর তার বিপরীতে নায়ক রঙ্গনের চরিত্রে দেখা মিলেছে স্টার জলসা ‘খেলাঘর’ সিরিয়ালের শান্টু গুন্ডা অভিনেতা সৈয়দ আরফিন। প্রসঙ্গত এই তুঁতে সিরিয়ালের হাত ধরে আরও একটি নতুন জুটি উপহার পেলেন দর্শক। তাই প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই এই সিরিয়ালটি নিয়ে দর্শকমহলে চর্চা ছিল তুঙ্গে।

Tunte New Serial Dipanwita Syed

পছন্দের দুই অভিনেতা অভিনেত্রী কে একসাথে জুটি বাঁধতে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন সকলেই।  অবশেষে গতকালই দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। প্রত্যাশা মতোই সিরিয়ালটির প্রথম পর্বই টিভির পর্দায় সম্প্রচারিত হতেই মন ছুঁয়েছে দর্শকদের।

Tunte New Serial Dipanwita Syed

ধারাবাহিকের প্লট অনুযায়ী গ্রামের মেয়ে তুঁতে যে গ্রামে থাকে সেখানেই নায়ক রঙ্গনের মামার পুরাতন বাড়ি। সেখানেই প্রথম সাক্ষাৎ তাঁদের। প্রথম পর্ব দেখেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। এমনই একজন অনুরাগী তুঁতের প্রশংসায় লিখেছেন ‘দেখে নিলাম তুঁতে ধারাবাহিকের প্রথম এপিসোড!কাস্টিং,সিনেমাটোগ্রাফি,ডিরেকশন সত্যিই অসাধারণ লাগলো’!

সেইসাথে আরও সংযোজন ‘ভারী মিষ্টি আর সরল একটা মেয়ে তুঁতে, সেই ছোট থেকে সংসার এর হাল ধরেছে! তার বাবা অসুস্থ! সংসারের হাল ধরতে তাকে এক প্রকার বাধ্য হয়েই কাজে নামতে হয়েছে! সে যে তার বাবার স্বপ্ন গুলো পূরণ করতে চায়! সংসারের দায়িত্ব কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে তার পেশা টা কে যে বড্ড ভালোবেসে ফেলেছে তুঁতে! মোট কথা আমাদের বাংলা কে রিপ্রেসেন্ট করছে “তুঁতে” ধারাবাহিকের তুঁতে’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,তুঁতে,Tunte,রঙ্গন,Rangan,দর্শক,Audience,প্রশংসা,Praise সেইসাথে প্রথম পর্ব দেখেই তুঁতের প্রশংসায় ওই দর্শক লিখেছেন ‘আসি গল্পের নায়ক রঙ্গন এর প্রসঙ্গে! খুবই পরিপোকারী আর পজিটিভ একটা ক্যারেক্টর! তুঁতে একদিকে নিন্ম মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঠিক একইভাবে রঙ্গন আভিজাত পরিবারের ছেলে। এবার দেখার পালা ভবিষ্যতে কি হতে চলেছে! কিভাবে তুঁতে পূরণ করবে তার বাবার স্বপ্ন! কিভাবে মিল হবে তুঁতে আর রঙ্গন এর! জানতে হলে দেখতে হবে তুঁতে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥