বলিউডে খুশির খবর এসেই চলেছে। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের চকলেট হিরো বরুন ধাওয়ান (Varun Dhawan) ও তার দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল (Natasha Dalal)। বহু দিন ধরেই তাদের বিয়ে নিয়ে বহু জল্পনার সৃষ্টি হয়েছিল, শেষমেশ মুম্বাইয়ের আলীবাগে বিয়ে সারলেন দুজনে। ঘনিষ্ট কিছু বন্ধু বান্ধব ও অল্প কিছু অতিথিদের নিয়েই সম্পন্ন হয়েছে বিয়ে। বিয়ের পর নতুন দম্পতির কিছু ছবি ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই ছবিতে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন নেটিজনেরা।
বিয়ের পালা মিটতেই শুরু হয়েছে হানিমুনের তোড়জোড়। যেমনটা জানা যাচ্ছে তুর্কির ইস্তাম্বুলে এক রাজপ্রাসাদের মত হোটেলে হানিমুনে যাচ্ছেন বরুন-নাতাশা। বিলাসবহুল সেই রাজপ্রাসাদের ন্যায় হোটেলের খরচ কোটি কোটি টাকা। বরুনের বিয়ে থেকে শুরু করে তার হানিমুন নিয়ে জোর আলোচনা চলছে বি-টাউন তথা সোশ্যাল মিডিয়াতে। এরই মধ্যে শোনা গেল আরেকটি দুর্দান্ত খবর। বরুন ধাওয়ানের পর আবার বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে।
হ্যাঁ, ঠিকই শুনেছেন আবারো বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। শোনা যাচ্ছে যে এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Sraddha Kapoor) আবদ্ধ হতে পারে বিবাহ বন্ধনে। এবার অনেকেরই মনে প্রশ্ন জগতে পারে অভিনেত্রী কি নিজেই একথা জানিয়েছেন নাকি পুরোটাই গুঞ্জন মাত্র? আসলে ব্যাপারটা হল এরকম যে বরুন ও শ্রদ্ধা দুজনেই ছোটবেলার বন্ধু। এছাড়াও অনেক ছবিতে একসাথে কাজও করেছেন দুজনমিলে। আর শ্রদ্ধা কাপুর যে জনপ্রিয় ফটোগ্রাফার রাকেশ শ্রেষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে প্রেম করছেন তাও বরুনের জানাই আছে।
বরুন ধাওয়ান তার বিয়ের ছবি পোস্ট করতেই ইনস্টাগ্রামে শুভেচ্ছার ঢোল নেমেছে। আর নানান সেলেব্রিটিদের মধ্যে শ্রদ্ধা কাপুরের প্রেমিক রাকেশ শ্রেষ্ঠাও বরুনকে কংগ্রাচুলেট করেছেন। সেই কমেন্টের উত্তরে বরুন লিখেছেন, ‘আশা করছি এবার তুমিও তৈরী!’ অর্থাৎ শ্রদ্ধা ও রাকেশের বিয়ের ইঙ্গিত দিতে চাইলেন বরুন। আর এই নিয়েই সূত্রপাত হয়েছে জল্পনার সম্ভবত আলিয়া-রণবীর এর মত শ্রদ্ধা রাকেশও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন শীঘ্রই।
যদিও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। শ্রদ্ধা কাপুরের বাবার মতে ‘সে কাকে বিয়ে করবে, কখন বিয়ে করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার’। বর্তমানে শ্রদ্ধা কাপুর তার পরবর্তী ছবি নিয়ে বেশ ব্যস্ত। পরবর্তী ছবি ‘নাগিন’ এ নাগিনের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। তবে, বিয়ের জল্পনা কতটা সত্যি তা সময়ের সাথে সাথেই আরো স্পষ্ট হয়ে উঠবে।