• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুইটার ব্যানের পর ইনস্টাগ্রাম পোস্ট ডিলিট কঙ্গনার! সপ্তাহ কাটবে কিনা সন্দেহ অভিনেত্রীর

বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ইতিমধ্যেই টুইটার থেকে চিরকালের জন্য ব্যান হয়ে গিয়েছেন। এমনিতেই অভিনেত্রী নিজের বিতর্কিত মন্তব্যের জেরে বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এরপরেই নিয়ম বিরুদ্ধ পোস্টের কারণে সামাজিক মাধ্যম টুইটার থেকে চিরকালের জন্য ব্যান করা হয়েছে। এরপর অবশ্য বর্ণবিভেদ নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী। তবে টুইটার ব্যান হলেও ইনস্টাগ্রাম ও ফেসবুকে সক্রিয় রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নিজেও। আর সেই খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তিনি। সাথে লেখেন, এটা সামান্য একটা ফ্লু মাত্র। এটাকে আমি নিজেই ধ্বংস করে দেব’। অভিনেত্রী নিজের ধ্যানমগ্ন একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। আর ছবির ক্যাপশনে লেখেন, ‘গত কয়েকদিন ধরে চোখে সামান্য জ্বালা অনুভব করছিলাম, ক্লান্ত এবং দুর্বলও লাগছিল। ভাবছিলাম হিমাচল যাব, কিন্তু পরীক্ষা করানোর পর আমার রিপোর্ট পজেটিভ আসে।’

   

Kangna Ranaut

এরপর অভিনেত্রী আরো লিখেছিলেন, ‘জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাসটি বাসা বেঁধে ছিল। তবে এবার ওকে মেরে মেলবো আমি, আপনারা দয়া করে ভয় পাবেন না। যত ভয় পাবেন ততই ভাইরাস আপনাকে ভয় দেখাবে। আসুন সকলে মাইল কোভিড-১৯ ধ্বংস করে দি। আসলে কোভিড-১৯ সাধারণ ফ্লু ছাড়া আর কিছুই না।’

after twitter instagram delete kangana ranaut post,Kangana Ranaut,Bollywood,Bollywood Actress,Twitter,Instagram,বলিউড,কঙ্গনা রানাউত,টুইটার,ইনস্টাগ্রাম

এবার অভিনেত্রীর এই ইনস্টাগ্রাম পোস্টটিও ডিলিট করে দিল ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। অভিনেত্রী নিজেই এই ঘটনা কথা জানিয়েছেন। নিজের ইন্সটা স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘ইনস্টাগ্রাম আমার পোস্টটি ডিলিট করে দিয়েছে। যে পোস্টে আমি করোনাকে ধ্বংস করে দেবার কথা বলেছিলাম। হয়তো কিছু কমিউনিস্ট আর সন্ত্রাসবাদীদের এই পোস্টটি পছন্দ হয়নি। সবে মাত্র ২ দিন হয়েছে ইনস্টাগ্রামে এসে, মনে হয়না যে এক সপ্তাহ থাকতে পারব’।

after twitter instagram delete kangana ranaut post,Kangana Ranaut,Bollywood,Bollywood Actress,Twitter,Instagram,বলিউড,কঙ্গনা রানাউত,টুইটার,ইনস্টাগ্রাম

অভিনেত্রীর এই ইনস্টাগ্রাম স্টোরিটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষে দেখেছেন। তবে যেহেতু এটি একটি স্টোরি তাই কমেন্ট করলেও সেটা দেখা যাচ্ছে না। তবে, ইনস্টাগ্রামে তার পোস্ট এভাবে ডিলিট হয়ে যেতে অভিনেত্রী যে কিছুটা রুষ্ট হয়েছেন তা বোঝাই যাচ্ছে।

site