
এতো মানুষের আশীর্বাদ, প্রার্থনা বিফলে যায় কি করে! তাই তো ব্রেন স্ট্রোকের পর আজ অর্থাৎ বুধবার সকালে পর পর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অবশেষে চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। যা আপাতত কিছুটা হলেও আশা জাগাচ্ছে অভিনেত্রীর চিকিৎসকদের মনে।
হাসপাতাল সূত্রে খবর এদিন পরপর হার্ট অ্যাটাকের (Cardiac Arrest) জেরে অভিনেত্রীকে ‘সিপিআর’ (CPR)সাপোর্টে রাখা হয়েছিল। আর তাতেই সাড়া (Responce)দিয়েছেন ঐন্দ্রিলা। তাই চিকিৎসকরা জানিয়েছেন আপাতত রিভাইভ করা গিয়েছে অভিনেত্রীকে। এদিন বাড়িয়ে দেওয়া হয়েছে ভেন্টিলেশনের প্রেশারও। সবমিলিয়ে সারাক্ষণ চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেত্রী।
সেই ১ নভেম্বর থেকে টানা ১৫ দিন হয়ে গেল। সেই থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ‘জিয়নকাঠি’ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু ক্রমশই অবস্থা খারাপের দিকে এগোচ্ছে অভিনেত্রীর। গতকালই হাসপাতাল সূত্রে খবর মিলেছিল অভিনেত্রীর স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে ব্লাড ক্লট। জানা যায় তাঁর মাথার যে পাশে অস্ত্রোপচার করা হয়েছিল সেখানে জমাট বেঁধেছে রক্ত।
যা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দেয় চিকিৎসকদের। জানা যায় ঐন্দ্রিলার মাথায় জমাট বাধা সেই রক্তের দলা গুলো এতটাই ছোট যা অপারেশন করে বার করা খুবই মুশকিল। তাই চিকিৎসকরা ওষুধের মাধ্যমেই তা গলানোর চেষ্টা করছেন। সেই সাথে জানা গিয়েছে ইতিমধ্যেই অ্যান্টিবায়োটিক বদলে দেওয়া হয়েছে অভিনেত্রীর। তিনি সেই ওষুধে সাড়া দেন কিনা তা দেখার জন্য বাড়ানো হয়েছে পর্যবেক্ষণ।
প্রসঙ্গত গত সপ্তাহে ঐন্দ্রিলার সেরে ওঠার যে আশা দেখা গিয়েছিল চলতি সপ্তাহের শুরুতে এসে একেবারেই বদলে যায় সেই চিত্র। তবে আজই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের দেওয়া সিপিআরে সাড়া দিয়েছেন অভিনেত্রী । আর এই খবর কানে যেতেই নতুন করে আশায় বুক বেঁধেছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী থেকে শুরু করে পরিবার পরিজন সকলেই। ‘ফাইটার’ ঐন্দ্রিলা শর্মার সুস্থ হয়ে ফিরে আসার প্রার্থনা করছেন সকলেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী মীরাকেলের আশায় অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছিলেন ‘ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন’।
পয়লা নভেম্বর বাড়িতে মায়ের পাশে শুয়েই থাকা অবস্থাতে আচমকা অসার হয়ে গিয়েছিল অভিনেত্রীর গোটা শরীর। তারপরেই হাসপাতালে নিয়ে যেতেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হওয়ায় দ্রুত অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর। আর তারপরেই আচমকা কোমায় চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা। সেই থেকে অভিনেত্রীকে নিয়ে উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটছে গোটা বাংলার। সকলেই প্রার্থনা করছেন জীবনযুদ্ধের এই লড়াইয়ে যেন জয়ী হয়ে ফিরে আসেন ঐন্দ্রিলা। রূপকথার গল্পের মতোই জিয়নকাঠির স্পর্শে ঐন্দ্রিলা যাতে দ্রুত সুস্থ হয়ে তাঁর কাছের মানুষদের কাছে ফিরতে পারেন এই প্রার্থনা থাকল আমাদের গোটা বং ট্রেন্ড টিমের তরফ থেকে।