চলতি বছরটা বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্য একেবারেই ভালো যাচ্ছে না। বলিউডের ‘খিলাড়ি’ নাম পরিচিত হলেও ইদানিং ফ্লপস্টারে পরিণত হয়েছেন তিনি। একের পর এক অক্ষয়ের তিন সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে এবার দর্শকদের মন জয় করতে এই বছরের চতুর্থ সিনেমা নিয়ে আসছেন তিনি।
‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’এর পর এবার মুক্তি পেতে চলেছে অক্ষয় অভিনীত ‘কাটপুতলি’ (Cuttputtli)। জন্মাষ্টমীর দিন মুক্তি পেয়েছে ছবির প্রথম লুক। পরের দিন প্রকাশ্যে এসেছে ট্রেলার। সঙ্গেই জানানো হয়েছে প্রেক্ষাগৃহে নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে (OTT platform) মুক্তি পাবে সেই ছবি। আগামী ২ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘রাত শাসন’র হিন্দি রিমেক ‘কাটপুতলি’।
অক্ষয়ের কেরিয়ারে গত এক দশকে এত খারাপ সময় আসেনি, যতটা এখন এসেছে। একের পর এক ‘খিলাড়ি’র ছবি মুক্তি পাচ্ছে এবং সেগুলি চরম ফ্লপ হচ্ছে। প্রথমে ‘দ্য কাশ্মীর ফাইলস’এর সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ‘বচ্চন পাণ্ডে’। এরপর বক্স অফিসে আরও খারাপ পারফর্ম করে ‘সম্রাট পৃথ্বীরাজ’।
পরপর দুই ছবি ফ্লপ হওয়ার পর চলতি বছরের তৃতীয় ছবি ‘রক্ষা বন্ধন’ নিয়ে আশায় বুক বাঁধছিলেন অক্ষয়। তবে সেই ছবিও চরম ফ্লপ হয়েছে। এখনও পর্যন্ত মাত্র ৩৮.৩০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে ছবিটি।
একের পর এক তিন ছবি ফ্লপ হওয়ার পর অক্ষয় খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছেন। সেই সঙ্গেই চিন্তা বাড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা ‘বয়কট বলিউড’ ট্রেন্ড। সেই কারণে এবার নির্মাতারা ঝুঁকি না নিয়ে সিনেমা হলের বদলে ‘কাটপুতলি’ ওটিটি’তে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছর ওটিটি’তে মুক্তি পাওয়া বলিউড ছবিগুলি মোটামুটি ভালোই ব্যবসা করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে, আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় ভার্মা অভিনীত ‘ডার্লিংস’। সেটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। নেপোটিজমের তীরে বারংবার বিদ্ধ হতে থাকা আলিয়ার অভিনয়ের প্রশংসাও করেছেন দর্শকরা।
তাই সেই সব দিকে নজর রেখে দর্শকদের মন জয় করার জন্য ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন আক্কি। এবার দেখা যাক, চলতি বছর সিনেমা হল অক্ষয়কে যে সাফল্য এনে দিতে পারেনি, ওটিটি তা এনে দিতে পারে কিনা।