• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তের ‘দিল বেচারা’র পর এবার একই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রিয়া চক্রবর্তীর ছবি!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিমহলে রীতিমত মুখ পুড়েছে রিয়া চক্রবর্তীর। মহেশ ভাটের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নিয়েও নানা অকথা-কুকথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। যদিও বলিসূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই রুপোলি পর্দায় ফিরতে চলেছেন রিয়া চক্রবর্তী। জানা গেছে ‘চেহরে’ ছবির হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে স্বমহিমায় ফিরছেন বাঙালি অভিনেত্রী। ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনের মত বড় বড় নাম যুক্ত থাকায় এই ছবি যে যথেষ্ট হিট হবে, তা আগাম জানিয়ে রাখছেন বলিবিশেষজ্ঞরা।

বলিমহলের সূত্রে খবর, করোনা অতিমারীর কারণেই পিছিয়ে যায় ‘চেহরে’-এর মুক্তি। যদিও চলচ্চিত্র নির্মাতারা এখনই সিনেমাহলে এই ছবি মুক্তির কথা একেবারেই ভাবছেন না কারণ আগামী বছরে মুক্তি পাওয়ার অপেক্ষায় বসে রয়েছে প্রায় ডজনখানেক ছবি। সূত্রের খবর, হাঙ্গামার সঙ্গে যৌথভাবে ডিজনি+হটস্টার-এ ‘চেহরে’ মুক্তির চিন্তাভাবনা চলছে। যদিও নেটিজেনদের বক্তব্য, যে হটস্টারে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায়, সেই প্ল্যাটফর্মেই এই ছবি দেখানোর যৌক্তিকতা কতটা!

   

গত জুলাই মাসে ডিজনি হটস্টারে মুক্তি পাওয়ার পর ওটিটি প্ল্যাটফর্মের সকল রেকর্ড ভেঙে দেয় মুকেশ ছাবরার ‘দিল বেচারা’। বলিসূত্রের খবর, যেহেতু এর আগে হটস্টারে মুক্তি পেয়েছিল ‘দিল বেচারা’, তাই ওই একই প্ল্যাটফর্মে রিয়া চক্রবর্তীর ‘চেহরে’ দেখানোর মাধ্যমে গুঞ্জন সৃষ্টির চেষ্টা চলছে। স্বাভাবিকভাবেই দর্শকরা ‘হাইপ’-এর বশবর্তী হয়ে দেখতে বাধ্য হবেন ‘চেহরে’, এমনই বক্তব্য অভিজ্ঞমহলের।

এক বিখ্যাত সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, “চেহরে-তে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি, দুই খ্যাতনামা অভিনেতা রয়েছেন। অন্য কোনো সময় হলে শুধু এই দু’জনের নামের কারণেই দর্শকরা ছবিটি দেখতেন। কিন্তু গত কয়েকমাসে যেভাবে সংবাদের শিরোনামে থেকেছেন রিয়া, তাতে তাঁর কামব্যাক দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্মে ভিড় বাড়াতেই পারেন দর্শকরা।” অনেকের মতে, ‘চেহরে’ দেখতে যাওয়ার আগে প্রত্যেক দর্শকেরই উচিত মাথা থেকে সুশান্ত সিং সংক্রান্ত সব ঘটনা বের করে দেওয়া। নিরপেক্ষভাবে ছবি দেখার ডাক দিলেও শুধুমাত্র রিয়াকে ‘বয়কট’ করার উদ্দেশ্যেই যে অনেকে ‘চেহরে’ দেখবেন না, তা বলাই বাহুল্য।