• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত অতীত এবার শুরু নতুন প্রেমলীলা, কোটিপতি ছেলে দেখে আবারও প্রেমে মজলেন রিয়া চক্রবর্তী!

Published on:

Rhea Chakraborty Love rumours after Sushant Singh Rajput's death passed two and half years

দেখতে দেখতে দু’বছর পার হয়ে গিয়েছে বলিউডের নামী অভিনেতা (Bollywood actor) সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) প্রয়াত হয়েছেন। তবে তাঁর পরিবারের সদস্য ও অনুরাগীরা এখনও ন্যায় বিচারের আশায় রয়েছেন। এত কম বয়সে প্রিয় মানুষকে হারানোর ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি তাঁরা। যদিও সুশান্ত প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) কিন্তু নিজের জীবনে এগিয়ে গিয়েছে। ‘দিল বেচারা’ অভিনেতাকে ভুলে ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি।

সুশান্তের মৃত্যুর পর রিয়ার জীবনের ওপর দিয়ে বিশাল ঝড় গিয়েছিল। অভিনেতার মৃত্যুর পর তাঁর দিকের সন্দেহের তীর ছুঁড়েছিলেন অনেকেই। মাদক মামলায় জিজ্ঞাসাবাদ, জেল যাত্রা- সুশান্তের মৃত্যুর পর অনেক কিছু সহ্য করেছেন রিয়া। অবশেষে সেসব কিছু ভুলে নতুন প্রেমের জোয়ারে ভাসছেন তিনি।

What Rhea Chakraborty did on her last day in Jail revealed

তবে এবার একাধিক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রিয়া নতুন করে প্রেম পর্ব শুরু করেছেন। এক কোটিপতি ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেই ব্যক্তির আবার বলিউডের সঙ্গেও যোগ রয়েছে। সলমন খানের পরিবারের সঙ্গেও রয়েছে আত্মীয়তার সম্পর্ক।

একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদনে এক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, সুশান্তের মৃত্যুর পর এখন বান্টি সাজদেহর (Bunty Sajdeh) সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া। জানিয়ে রাখি, বান্টি সলমন খানের ভাই সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহর ভাই হন। তাঁর সঙ্গেই প্রেম করছেন বলি সুন্দরী।

Rhea Chakraborty Bunty Sajdeh

সংশ্লিষ্ট সূত্র জানান, রিয়ার জীবনের অত্যন্ত বড় সাপোর্ট সিস্টেম হলেন বান্টি। তাঁদের বন্ধুরা তাঁদের দু’জনকে একসঙ্গে সুখে দেবে খুব আনন্দিত হয়েছেন। রিয়ার কঠিন সময় বান্টি ঢালের মতো তাঁর পাশে ছিলেন। এমনকি সুশান্তের মৃত্যুর পর যখন রিয়ার ওপর জঘন্য অপবাদ দেওয়া হচ্ছিল তখনও বলি সুন্দরীর হাত ছাড়েননি তিনি।

সংশ্লিষ্ট সূত্র বলেন, ‘রিয়া এবং বান্টি একসঙ্গে রয়েছেন। তবে এখন জনসমক্ষে তাঁরা এটি প্রকাশ করতে চাইছেন না। আর সেই কারণটা আন্দাজ করাই যায়’। গত মাসে বান্টির জন্মদিনে তাঁর বাড়ি গিয়ে একসঙ্গে পার্টিও করেছিলেন রিয়া। যদিও তখনও তাঁদের সম্পর্কের কথা কেউ জানতেন না। তবে এবার সবটা প্রকাশ্যে আসায় দুইয়ে দুইয়ে চার করতে পারেছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥