• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনা-রূপার পর আসছে আরও দুই খুদে অভিনেতা, প্রকাশ্যে এল ‘অনুরাগের ছোঁয়া’ ডাবল ধামাকা টুইস্ট

Published on:

Anurager Chowa new twist after Sona Rupa two more child actors might enter soon

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সপ্তাহে ৫দিন সম্প্রচারিত হলেও সিরিয়ালটির টিআরপি তালিকায় প্রথম তিনের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে। সেই সঙ্গেই দিনদিন বাড়ছে জনপ্রিয়তা। সূর্য-দীপার কাহিনীতে যেভাবে একের পর এক টুইস্ট আসছে তা দেখে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায়।

‘অনুরাগের ছোঁয়া’য় শুরু থেকেই সূর্য-দীপার জুটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। এরপর যেদিন থেকে দু’জনের যমজ মেয়ে সোনা (Sona)-রূপার (Rupa) এন্ট্রি হয়েছে সেদিন থেকে তো ধারাবাহিকের জনপ্রিয়তা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Anurager Chonwa Sona-Rupa's sweet video goes viral

সূর্য এবং দীপার দুই মেয়ে সোনা এবং রূপা অল্প কয়েকদিনের মধ্যেই হয়ে উঠেছে দর্শকদের নয়নের মণি। তাঁদের কেন্দ্র করেই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। রূপার মুখে পাকাবুড়ির মতো কথা আর সোনার মুখের আধো আধো কথা শুনতে দর্শকদেরও বেশ ভালোলাগে। তবে নতুন বছরে ধারাবাহিকে আরও একটি বড় টুইস্ট আসতে চলেছে। শীঘ্রই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে আরও দুই খুদে।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দীপার পর এবার মা হতে চলেছে তাঁর বোন ঊর্মি। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, দীপার আগে ঊর্মির গর্ভে সন্তান এসেছিল। কিন্তু নিজের অসতর্কতার কারণে সেই সন্তান হারিয়ে ফেলে সে। এবার শীঘ্রই মা হবে ঊর্মি। দীপার মতোই তাঁর বোনেরও যমজ সন্তান হবে বলেই জানা গিয়েছে।

Anurager Chhowa Urmi

দীপার যেমন দুই মেয়ে হয়েছে তেমনই ঊর্মির দুই ছেলে হবে। তবে সেই দুই চরিত্রে কোন শিশু অভিনেতাদের দেখা যাবে তা এখনও ঠিক হয়নি। ‘অনুরাগের ছোঁয়া’র দর্শকরা ধারাবাহিকের কাহিনী দেখে বেশ অনুমান করতে পারছেন, শীঘ্রই ঊর্মির গর্ভাবস্থার ট্র্যাক দেখানো শুরু হবে। আর শেষ পর্যন্ত যদি তাঁদের অনুমান মিলে যায়, তাহলে সোনা-রূপা এবং তাঁদের দুই ভাইকে নিয়ে এগোবে সিরিয়ালের গল্প।

তবে ঊর্মির যমজ সন্তানরা এলে তাঁরা সোনা-রূপাকে সহ্য করতে পারবে কিনা তা নিয়ে দর্শকদের মনে সংশয় রয়েছে। কারণ ঊর্মি তাঁর সৎ দিদি দীপাকে দু’চোখে দেখতে পারে না। লাবণ্যকে খুশি করতে সেনগুপ্ত পরিবারকে বংশধর দেবে সে। তাই ঊর্মির ছেলেরা দীপার দুই মেয়ের সঙ্গে কেমন আচরণ করবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। ঊর্মির মতোই তাঁর ছেলেরাও দীপার মেয়েদের শত্রু হয়ে উঠবে কিনা সেই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥