• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-জুহির পর এবারের IPL-এ হাতেখড়ি আরিয়ান-জাহ্ণবীর! নতুন প্রজন্মের জুটি নিয়ে শুরু জল্পনা

Published on:

Shahrukh Khan,শাহরুখ খান,Juhi Chawla,জুহি চাওলা,Aaryan Khan,আরিয়ান খান,Janhbi Mehta,IPL 2022,আইপিএল ২০২২

মুম্বইয়ের ক্রুজশিপ পার্টিতে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। একমাস জেলের ঘানি টানা থেকে শুরু করে নিয়মিত এনসিবির দপ্তরে হাজিরা দেওয়া এমনই নানা ঘটনাকে কেন্দ্র করে সেসময় সরগরম হয়ে ওঠে পেজথ্রির পাতা। এরপর আরব সাগর দিয়ে জল গড়িয়েছে অনেক দূর।গত বছরের অক্টোবরে জামিন পেয়ে ইতিমধ্যেই স্বাভাবিক জীবনে ফিরেছেন মন্নতের রাজপুত্র।

দীর্ঘদিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার পর শনিবার অর্থাৎ ১২ ফ্রেব্রুয়ারি অবশেষে আরিয়ানকে প্রকাশ্যে দেখা গেল। এদিন আআইপিএল ২০২২(IPL 2022)-এর মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে দেখা গেল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। স্বাভাবিক জীবনে ফেরার পর এই প্রথম বাবা শাহরুখ খানের অনুপস্থতিতিতে একেবারে যোগ্য উত্তরসূরীর মতো ব্যবসা সামলাতে দেখা গেল আরিয়ান খানকে।

Shahrukh Khan,শাহরুখ খান,Juhi Chawla,জুহি চাওলা,Aaryan Khan,আরিয়ান খান,Janhbi Mehta,IPL 2022,আইপিএল ২০২২
সঙ্গী ছিলেন বোন সুহানা খান (Suhana Khan)ও দলের আরেক পার্টনার জুহি চাওলার (Juhi Chawla) মেয়ে জাহ্নবী মেহতা (Janhvi Mehta)। শাহরুখ খান এবং জুহি চাওলা দীর্ঘদিনের বন্ধু। সিনেমার পর্দায় শুধু নয় বাস্তব জীবনেও তাদের দুজনের বন্ধুত্ব রয়েছে চোখে পড়ার মতো। উল্লেখ্য শাহরুখ খান এবং জুহি চাওলা দুজনেরই পার্টনারশিপ রয়েছে কেকেআর টিমে। তাই প্রত্যেক বার ক্রিকেটারদের নিলামে শাহরুখ এবং জুহিকেই দেখা গেলেও এদিন দেখা গেল অন্য ছবি।

Shahrukh Khan,শাহরুখ খান,Juhi Chawla,জুহি চাওলা,Aaryan Khan,আরিয়ান খান,Janhbi Mehta,IPL 2022,আইপিএল ২০২২

এদিন আর শাহরুখ জুহিকে দেখা না গেলেও দেখা গেল তাঁদের পরবর্তী প্রজন্মকে। সেই দৃশ্য দেখে মনে হচ্ছে সন্তানদের হাতেখড়ি করাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা। জীবনের এমন একটা দিনে পৌঁছে দারুন উচ্ছসিত দেখায় খোদ জুহি চাওলা কে। এদিন নিলামের পরই জুহি ইনস্টাগ্রামে কেকেআর-এর এবারের নতুন খেলোয়াড়দের স্বাগত জানানোর পাশাপাশি আরিয়ান, জাহ্নবী এবং সুহানাকে স্বাগত জানান।

Shahrukh Khan,শাহরুখ খান,Juhi Chawla,জুহি চাওলা,Aaryan Khan,আরিয়ান খান,Janhbi Mehta,IPL 2022,আইপিএল ২০২২
পাশাপাশি এদিন অভিনেত্রী একটি স্টোরি শেয়ার করেন। সেখানে শাহরুখের সঙ্গে নিজের এবং আরিয়ান ও জাহ্নবীর একটি ছবি কোলাজ করেছিলেন জুহি। ব্যাপক ভাইরাল হয়েছে জুহি চাওলার এই পোস্টটি। যা দেখে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে নাকি অন্য কোনও বিশেষ সম্পর্কও রয়েছে, তা জানতে ব্যাপক উৎসুক ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥