সবাইকে অবাক করে দিয়ে কিছুদিন আগেই একে অপরের সাথে বিচ্ছেদ ঘোষণা করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় সেলিব্রেটি জুটি নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং সামান্থা আক্কিনেনি (Samantha Akkineni)। এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত একটিভ থাকেন না এই দক্ষিণী সুপারস্টার নাগা চৈতান্য। তাই বিচ্ছেদের পর থেকে তার সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট চোখে পড়েনি।
বিচ্ছেদ সবসময়ই কষ্টের। তাই একবার সম্পর্ক ভেঙে যাওয়ার পর কার্যত মুষড়ে পড়েছিলেন অভিনেতা। বিচ্ছেদের পর নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন তিনি। নাগা চৈতান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে নজরে পড়বে এমনটাই। বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছিলেন অভিনেতা। এরপর থেকে তার আর তেমন কোনো পোস্ট নজরে আসেনি।
গত মাসের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় নাগার্জুন পুত্র অভিনেতা চৈতন্য লিখেছিলেন ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পর আমি এবং স্যাম (সামান্থা) আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে।’
এরপর বেশ কিছুদিন কোনো পোস্ট করতে দেখা যায়নি অভিনেতাকে। তবে সম্প্রতি জীবনকে ভালোবাসার বার্তা দিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডলে গ্রিন লাইটস নামে একটি বইয়ের ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। সঙ্গে লিখেছেন, ‘জীবনের জন্য একটা প্রেমপত্র। ধন্যবাদ আপনার এক সুন্দর একটা জার্নি শেয়ার করার জন্য। বইটি সত্যিই আমার জীবনে সবুজ আলো নিয়ে এসেছে। শ্রদ্ধা।’
আর গতকাল ছিল অভিনেতার জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে একসাথে বড় বড় দুটি ঘোষণা করেছেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আগামী দুটি ছবি ‘থ্যাঙ্ক ইউ’ এবং ‘বঙ্গরাজু’র পোস্টার শেয়ার করে নাগা চৈতন্য লিখেছেন, ‘দুটি ছবিই খুব স্পেশাল। দুর্দান্ত সমস্ত অভিনেতাদের সঙ্গে দুটি ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আমার এই জার্নিতে যাঁরা পাশে ছিলেন, যাঁরা ভালোবেসে গিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।’