দেশজুড়ে এখন দক্ষিণী সিনেমার বাজার। সবমিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে দক্ষিণ ভারতীয় ফিল্ম স্টারদের। অসমুদ্রহিমাচল দক্ষিণী সিনেমার এই রাজকীয় উত্থানের কথা উঠলে প্রথমেই যে সিনেমার নাম আসে তা নিঃসন্দেহে প্রভাস অভিনীত রেকর্ড ব্রেকার সিনেমা বাহুবলী (Bahubali) । এছাড়াও রয়েছে গতবছরের শেষেই মুক্তি প্রাপ্ত আল্লু আর্জুন অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা পুষ্পা দ্য রাইস (Pushpa The Rise) । বাহুবলী, পুষ্পার পর এখন বক্স অফিস কাঁপাচ্ছে দুই দক্ষিণী সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এন টি আর অভিনীত সিনেমা আরআরআর (RRR)।
সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের দাবি দক্ষিণ ভারতীয় সিনেমার এই বিরাট সাফল্যের জোয়ারে খড়কুটোর মতো ভেসে যাবে বলিউডের একাধিক সিনেমা। সূত্রের খবর দেশজুড়ে দক্ষিণী সিনেমা যে তোলপাড় শুরু করেছে তা এত তাড়াতাড়ি থামবার নয়। আগামীদিনে দেশজুড়ে মুক্তি পেতে চলেছে আরও বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় সিনেমা। যা শুধু দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, বলিউডেও একাধিক তাবড় তাবড় সিনেমা গুলোকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে।
১) কেজিএফ: চ্যাপ্টার ২ (K.G.F- Chapter 2)
‘যশ’ এর মাল্টিস্টারার সিনেমা কেজিএফ এর চ্যাপ্টার ২-খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে সুনামি তৈরি করতে চলেছে বলে মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে যশ, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ অভিনীত তারকাখচিত এই ছবিটি আগামী ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে। প্রায় ১০০ কোটি টাকার বাজেটের তৈরি এই সিনেমাটি রেকর্ড ব্রেকিং আয় করবে বলে আশা করছেন নির্মাতারা।
২) আদিপুরুষ (Adipuruhs)
বাহুবলীর মুক্তির পর থেকেই ‘প্রভাস’ ভক্তরা কার্যত চাতক পাখির মতোই হাপিত্যেশ করে বসে রয়েছেন তার কাছ আরও সুপারহিট ছবি উপহার পাওয়ার অপেক্ষায়। সূত্রে খবর,আগামীদিনে মুক্তি পেতে চলেছে প্রভাসের আরও বেশ কয়েকটি সুপারহিট সিনেমা। যার মধ্যে অন্যতম হল আদিপুরুষ। প্রভাসের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সাইফ আলি খান এবং কৃতি স্যাননকে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
৩) সালার (Salaar)
‘প্রভাস’ এর আসন্ন সিনেমা গুলির মধ্যে পাইপলাইনে রয়েছে আরও একটি সিনেমা। বহু প্রতিক্ষীত এই সিনেমাটি হল ‘সালার’। এই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসান ও জগপতি বাবুকে। এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রশান্ত নীল। আগামী ১৪ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু KGF 2 এর কারণে তা স্থগিত করা হয়েছে। এই ছবিটি তামিল, হিন্দি ও মালায়লাম ভাষায় মুক্তি পেতে চলেছে।
৪) লিগার (Liger)
এরপরেই রয়েছে ‘বিজয় দেবেরকোন্ডা’ ভক্তদের জন্য সুখবর। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন এই হ্যান্ডসাম অ্যাংরি ইয়াং ম্যান। খুব তাড়াতাড়ি লিগার সিনেমার দিয়ে ফের একবার দর্শকদের মন জয় করতে চলেছেন অভিনেতা। এই সিনেমায় বিজয়ের সঙ্গে দেখা যাবে বলি অভিনেত্রী ‘অনন্যা পান্ডে’কে। সূত্রের খবর , ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ শে আগস্ট।
৫) বিস্ট (Bisht)
দক্ষিণ ভারতীয় সুপারস্টার ‘থ্যালাপতি বিজয়’ কে খুব তাড়াতাড়ি বিস্ট সিনেমাতে রক্ষণাত্মক ভূমিকায় দেখা যাবে। তাকে মূলত অ্যাকশনধর্মী সিনেমায় দেখা যায় যাতে ভরপুর এন্টারটেইনমেন্ট থাকে। আসন্ন এই ছবিতে বিজয়ের সাথে দেখা যাবে অভিনেত্রী ‘পূজা হেগড়ে’ কে।
৬)আচার্য (Aachaary )
এই তালিকায় রয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার চিরঞ্জীবী, রাম চরণ, কাজল আগরওয়াল, পূজা হেগড়ে, সোনু সুদের আসন্ন ছবি আচার্য। এই ছবির জন্য ভক্তরা দীর্ঘদিন ধরে অধীর অপেক্ষায় রয়েছেন। এই অ্যাকশন ড্রামা ছবির বাজেট প্রায় ১৪০ কোটি টাকা। আগামী ২৯ এপ্রিল এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ।
৭) বিক্রান্ত রোনা (Vikrant Rona)
খুব শিগগিরই দক্ষিণী সুপারস্টার ‘কিচ্ছা সুদীপ’ (Kichcha sudeep) ফিরতে চলেছেন রূপালি পর্দায়। কারণ সামনেই রয়েছে অভিনেতার আসন্ন ছবি বিক্রান্ত রোনা। কিচ্ছা সুদীপের এই ছবিতে বলিউড অভিনেত্রী ‘জ্যাকলিন ফার্নান্দেজ’ কেও দেখা যাবে বলে খবর। এই ছবির মুক্তির তারিখ এখনও জানা যায়নি।