• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর নয় অন্যায়! ময়ূরীকে উচিত শিক্ষা দেওয়ার পর মা’কেও নিজের অধিকার বুঝিয়ে দিল মেঘ

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল  ‘ইচ্ছেপুতুল’ (Ichcheputul) থেকে এখন চোখই সরাতে পারছেন না বাংলার দর্শক। জনপ্রিয় এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই এখন থাকছে একের পর এক জমজমাট পর্ব। মেঘ এবং ময়ূরী (Megh-Mayuri) দুই বোনের জমজমাট কাহিনী শুরু হওয়া এই বাংলা ধারাবাহিকটিতে  (Bengali Serial) ইদানিং নির্বিবাদী মেঘও এখন প্রতিবাদী হয়ে উঠেছে।

আর মেঘের এই পরিবর্তন দারুন পছন্দ করছেন দর্শক। দোষ না থাকতেও এতদিন বারবার সকলের চোখেই দোষী হয়েছে সে। আসলে ছোট থেকেই নিজের মায়ের পেটের দিদি ময়ূরীর একের পর এক চক্রান্তের শিকার হতে হতে ক্লান্ত হয়ে পড়েছে মেঘ। তাই এবার সত্যিই মেঘের প্রতিবাদ করাটা খুব দরকার ছিল। গত পর্বেই দর্শক দেখেছেন পুলিশের সাহায্য নিয়ে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে মেঘ।

   

Ichcheputul serial police present Mayuri's fingerprint

কিন্তু তারপরেও শশুড়বাড়ির বেশিরভাগ সদস্যদের চোখের বিষ মেঘ। এতকিছুর পরেও মেঘের দুই ননদ আর শ্বাশুড়ি তাকেই কথা শোনাচ্ছে আর বলছে সে নাকি ইচ্ছা করেই নিজের দিদির সাথে হিংসা করে তাকে অপমান করার জন্য এইসব কান্ড ঘটিয়েছে। তবে আগামী পর্বে দেখা যাবে মেঘ আর মুখ বুজে মিথ্যে দোষারোপ শুনবে না।

তাই সে স্পষ্ট জানিয়ে দেবে কে কি বিশ্বাস করলো তাতে সত্যিই তার কিছু যায় আসে না।  সে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল।  সেটা করার পরেই এবার গাঙ্গুলি বাড়ি ছেড়ে বাপির কাছে চলে আসবে মেঘ। যদিও এখন মেঘের স্বামী নীল নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু নীলের থেকে এত খারাপ ব্যবহার একেবারেই আশা করেনি মেঘ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,ইচ্ছে পুতুল,Icche Putul,মেঘ,Megh,ময়ুরী,Mayuri,সৌরনীল,Souroneel,সত্যি ফাঁস,Truth Reveal,বাড়ি ছাড়ল,Left House,খারাপ ব্যবহার,Bad Behaviour,নিজের মা,Own Mother,নিজের অধিকার,Own Right,আসন্ন পর্ব,Upcoming Episode

তাই নীলের বারণ সত্ত্বেও এবার মেঘ সত্যিই শ্বশুড়বাড়ি ছেড়ে নিজের বাপির কাছে চলে যাবে। কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই তাঁর। কারণ বাড়িটা নিজের হলেও সেখানে তাঁর নিজের মা আর দিদিই তাকে তাদের শত্রু ভাবে। বাড়িতে একমাত্র বাপীই ভরসা মেঘের।  আগামী পর্বে দেখা যাবে মেঘকে বাড়ি ঢুকতে দেখেই তেড়ে আসবে তার মা।

মেঘের পথ আটকে মেঘের মা বলবে ‘কোন অধিকারে তুমি এই বাড়িতে ঢুকছো? যায় বের হও এখান থেকে,বের হও’। তবে মজার বিষয় হল এবার কিন্তু মেঘ আর মায়ের চোখ রাঙানিও মুখ বুজে সহ্য করবে না। তাই বাড়িতে থাকার জন্য মেঘকে তার মা ময়ূরীর পা ধরে ক্ষমা চাইতে বললে মেঘও পাল্টা জবাবে বলবে ‘ক্ষমা আমি চাইবো না, কারণ দিদিভাইও জানে আমি কোনো ভুল করিনি।’

site