বলিউডের ভাইজান সালমান খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে (Radhe)’। ইতিমধ্যেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। অ্যাকশন রোমান্সে ভরপুর রাধে ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে বলিউডের নায়িকা দিশা পাটানিকে (Disha Patani)। রাধে ছবির রিলিজের আগে ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল টাব্যু ভেঙে ফেলেছিলেন ভাইজান। বলিউডের ব্যাচেলার ভাইজান ৩২ বছরে প্রথমবার অন স্ক্রিনে চুমু খেয়েছিলেন। এই দৃশ্য দেখার পর রীতিমত চমকে গিয়েছিলেন সকলে।
অনেকেই ভেবেছিলেন হয়তো দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভেঙে ফেলেছেন সালমান খান। তবে আসল ঘটনাটা ছিল অন্যরকম। আসলে দিশা পানির মুখে সেলোটেপ লাগিয়ে চুমু খেয়েছিলেন সালমান। অর্থাৎ ক্যামেরার সামনে চুমু খেলেও আদতে কিন্তু নো চুমু!
কিন্তু রিলিজের পর দর্শকদের এন্টারটেইন করতে একেবারেই ব্যর্থ এই ছবি। প্রতীক্ষিত এই ছবিটি আসলে সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবিটি সিক্যুয়াল হিসাবে রিলিজ হয়েছে বলে বলা হচ্ছিলো। আর ছবির পুরো নাম ‘রাধে : দ্যা মোস্ট ওয়ান্টেড’। তবে যতটা আশা করা হয়েছিল তার নাকি কিছুই নেই ছবিতে। ছবি দেখে এমনই মন্তব্য দর্শক থেকে শুরু করে সমালোচকদের।
সিনেমা রিভিউ ওয়েবসাইট IMDBতেও মাত্র ২.১ স্কোর করতে পেরেছে সালমান খানের এই ছবিটি। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে ফের সালমান খান ও তার ছবিকে বয়কটের দাবি তুলেছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বয়কটরাধে হ্যাশট্যাগ ট্রেন্ডিং হতে শুরু করে দিয়েছে।
I have not watched any movie after #DilBechara .. What about you guys??#BoycottRadhe #BoycottRadhe4SSR#राधे_फिल्म_का_बहिष्कार_करो
— Mona (@iAmMona_28) May 14, 2021
এখানেই শেষ নয়। ছবির রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়াতে নানান ট্রোল ও মিম শেয়ার হচ্ছে। যেগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। কারোর মতে ‘দিল বেচারা’ সিনেমার পর আর কোনো ছবি দেখনি আমি। অর্থাৎ সুশান্ত সিংয়ের অভিনীত শেষ ছবির পর থেকে বলিউডের ছবিই দেখা বন্ধ করে দিয়েছেন ওই ব্যক্তি।