• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল শুরু আগেই বিপত্তি! ডেঙ্গু আক্রান্ত বাংলা মিডিয়ামের নায়িকা তিয়াসা লেপচা

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)।  আজ থেকে চার বছর আগে ২০১৮ সালে জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালের হাত ধরে টেলিভিশনের পর্দায় প্রথম পা রেখেছিলেন অভিনেত্রী। সেই থেকে আজও তিনি দর্শকদের কাছে শ্যামা নামেই বেশী পরিচিত। প্রথম সিরিয়াল থেকেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। কৃষ্ণকলিতে শ্যামা সেজেই তিয়াসা হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।

তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও আজও এক ফোঁটাও কমেনি এই অভিনেত্রীর জনপ্রিয়তা। চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার। তারপর বহুদিন অভিনয় থেকে নিজেকে দূরেই রেখেছিলেন তিয়াসা। অবশ্য খুব শিগগিরই দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। স্টার জলসার পর্দায় আসছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ (Bengali Medium)।

   

Upcoming new serial Bangla Medium time slot announced

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে সিরিয়াল সম্প্রচারের দিনক্ষণ। আগামী ১২ই ডিসেম্বর থেকে রাত ৮ টায় সোম  থেকে রবি প্রতিদিন স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল। প্রসঙ্গত কৃষ্ণকলির পর আবারো এই সিরিয়ালে তিয়াসা জুটি বাঁধতে চলেছেন পর্দার নিখিল অভিনেতা নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) সাথে। এই খবরে শুরু থেকেই দারুন উৎসাহী নীল তিয়াসা ভক্তরা।

Upcoming new serial Bangla Medium time slot announced

কিন্তু টিভির পর্দায় সিরিয়ালের সম্প্রচার শুরুর আগেই জানা গেল সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিয়াসা।  এ প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে। এ প্রসঙ্গে তিয়াসা জানিয়েছেন ‘আমি সদ্য ডেঙ্গু (Dengue) থেকে উঠলাম। খুবই দুর্বল’। প্রসঙ্গত প্রায় দু মাস আগেই অর্থাৎ ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে নীল তিয়াসার নতুন সিরিয়াল বাংলা মিডিয়ামের শুটিং।

তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,বাংলা মিডিয়াম,Bengali Medium,ডেঙ্গু,Dengue

কিন্তু শুটিং শুরুর কিছুদিন পরেই জ্বর আসে অভিনেত্রীর। তাই দেরি না করে টেস্ট করাতেই তিনি জানতে পারেন তার শরীরে বাসা বেধেছে ডেঙ্গু। কিন্তু তখনও অব্দি সম্প্রচারের দিনক্ষণ ঠিক না হওয়ায় টানা ১৩ দিন ছুটি নিতে পেরেছিলেন তিয়াসা। তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। তাই ছুটি কাটিয়ে আবারও  শুটিং ফ্লোরে ফিরে এসেছেন অভিনেত্রী। তবে বহুদিন পর আবার সহ অভিনেতা নীল ভট্টাচার্যের সাথে কাজ করে বেশ নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী। তিয়াসার কথায় ‘নীলের সঙ্গে শট দিতে গিয়ে কৃষ্ণকলির দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে’।