• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমিকের সাথে পুরস্কার নিয়েও কৃতজ্ঞতা জানালেন মা’কে, বিতর্কের মাঝেও মন জিতলেন ‘মিশকা’ অহনা

Published on:

After reciveing award for anurager Chhowa Mishka actress Ahona Dutta miss her mother Chandni

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন রাজ করছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের খলনায়িকা মিশকাই  (Mishka) এখন দর্শকদের রাগের কারণ। তাঁর গাজ্বালানো অভিনয় দেখে আর সংলাপ শুনে রাআগে গজ গজ করতে থাকেন দর্শক। রাগের মাথায় পর্দার মিশকা অভিনেত্রী অহনা দত্তকে (Ahana Dutta) গালাগালিও দিতে ছাড়েন না দর্শক।

প্রসঙ্গত এখনকার প্রতিটা বাংলা সিরিয়ালেই কিন্তু নায়ক-নায়িকাদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন খলনায়িকারা ,তারা একের পর এক ষড়যন্ত্র করেন বলেই এগিয়ে চলে সিরিয়ালের গল্প। আর সিরিয়ালে প্রতিনিয়ত নিত্য নতুন মোড় আসতেই তার ছাপ টি আর পি তালিকায়। তাই খুব সহজ কথায় দিনের শেষে সব সিরিয়ালেই এখন টিআরপিই শেষ কথা। আর এই টি আর পি ধরে রাখতে ভিলেনের শয়তানিই এখন সবচেয়ে বড় হাতিয়ার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,পুরস্কার,Award,উৎসর্গ,Dedicate,মা,Mother,চাঁদনী গাঙ্গুলি,Chandni Ganguli,প্রেমিক,Boyfriend,দীপঙ্কর রায়,Dipankar Roy

তাই টিভির পর্দায় নায়ক-নায়িকা সূর্য-দীপার জীবনটাকে মিশকা সারাক্ষণ যেভাবে সে বিষিয়ে চলেছে তাতে এমনিতেই তার ওপর বিরক্ত দর্শক। তবে বিগত কয়েকদিন ধরেই পর্দার মতোই বাস্তব জীবনেও যেন ভিলেন হয়ে উঠেছেন এই অভিনেত্রী। তাঁর জন্মদিনেই তাঁকে ঘিরে বিতর্কের সূত্রপাত ঘটে। ওই দিনই  তাঁর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন তাঁর মা চাঁদনী গাঙ্গুলী।

একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন ‘২০২৩-এ এই দিনটাই বেঁচে থাকার একটা মানে খুঁজে পেয়েছিলাম। সেটাও দীপঙ্কর রায় আমার থেকে কেড়ে নিল। আজ আমার চেয়ে খারাপ কেউ না। তাও বলবো বেঁচে থাকার অধিকারটাও যে কেড়ে নিল তার ভালো হোক,শুভ জন্মদিন।’ আসলে অহনা এখন মাকে ছেড়ে তাঁর প্রেমী দীপঙ্কর রায়ের সাথে থাকছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,পুরস্কার,Award,উৎসর্গ,Dedicate,মা,Mother,চাঁদনী গাঙ্গুলি,Chandni Ganguli,প্রেমিক,Boyfriend,দীপঙ্কর রায়,Dipankar Roy

অন্যদিকে মেয়ের এই প্রেমিককে একেবারেই মেনে নিতে পারছেন না অভিনেত্রীর মা। যার ফলে তাঁদের মধ্যে এক বিরাট ভুল বোঝাবুঝি তৈরী হয়েছে। এরইমাঝে সম্প্রতি টিভিনাইন বাংলার তরফে আয়োজিত অ্যাওয়ার্ড ফাংশনে অনুরাগের ছোঁয়ার জন্য সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন মিশকা অভিনেত্রী অহনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,খলনায়িকা,Villain,মিশকা,Mishka,অহনা দত্ত,Ahona Dutta,পুরস্কার,Award,উৎসর্গ,Dedicate,মা,Mother,চাঁদনী গাঙ্গুলি,Chandni Ganguli,প্রেমিক,Boyfriend,দীপঙ্কর রায়,Dipankar Roy

অভিনয়ের জন্য পাওয়া জীবনের প্রথম এই পুরস্কার পেয়ে উচ্ছসিত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এক গাছ ছবি শেয়ার করে প্রেমিক দীপঙ্করকে বিশেষ ধ্যন্যবাদ জানানোর পাশাপাশি মনে করলেন নিজের থেকে দূরে থাকা মা চাঁদনী গাঙ্গুলিকেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥