• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দয়া করে আমার ছবি মুছে ফেলুন’! ইসলামের টানে অভিনয় ছাড়ার পর অনুরাগীদের কাছে কাতর অনুরোধ জায়রার

Published on:

ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে বিনোদন জগত থেকে বিদায় নিয়েছেন অনেক বলি তারকাই। তারমধ্যে উল্লেখযোগ্য ওয়াসিম জায়রা। ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিতেই শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাকে। আর তারপরই ধর্মের পথকে আদর্শ বেছে নিয়ে পাকাপাকিভাবে অভিনয় জগত থেকে বিদায় নেন জায়রা। এবার নিজের অভিনেত্রী অস্তিত্বটুকুও ভুলতে সোশ্যাল মিডিয়া এবং সমস্ত ফ্যানপেজ থেকে তার ছবি মুছে ফেলার অনুরোধ জানান জায়রা ওয়াসিম।

সম্প্রতি জায়রা তার ইন্সটা হ্যান্ডেলে মার্কিন রাজনীতিবিদ বার্নি স্ট্যান্ডার্ডের একটি মিম শেয়ার করে ক্যাপশনে লেখেন, “নমস্কার! আপনাদের ভালোবাসা আমার শক্তির উৎস। এরজন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের এই ভালোবাসা দেখেই আজ একটা অনুরোধ করব, দয়া করে আমার সব ছবি আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং আমার সব ফ্যান পেজ থেকে মুছে ফেলুন”।

জায়রা ওয়াসিম, পাঁচ বছরের বলিউড কেরিয়ারেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু জাতীয় পুরষ্কারপ্রাপ্ত জায়রা একটি লম্বা চিঠি লিখে জানিয়েছিলেন, তিনি তাঁর কাজ নিয়ে খুশি নন। ”সিনেমা তাঁর ধর্ম ও বিশ্বাসের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

তিনি বলেছিলেন, ”যদিও আমি এই পেশায় ফিট করে গিয়েছি কিন্তু আমি এখানকার জন্য নই।” আসলে জায়রার পোস্ট অনুযায়ী, তিনি পাঁচবছর আগে যখন বলিউডে পা রেখেছিলেন তার সামনে জনপ্রিয়তার বিশাল দরজ খুলে গিয়েছিল। তখন সবে তিনি ভাল ও মন্দের ফারাক করতে শিখছেন। মানুষের সামনে তাকে রোল মডেল হিসাবে চিহ্নিত করা হয়েছে।এতকিছুর মাঝেও তিনি কাজ করে যাচ্ছিলাম। এরপর তার উপলব্ধি, “কিন্তু ক্রমাগত এই কাজ আমাকে আমার ধর্মবিশ্বাস থেকে দূরে ঠেলে দিচ্ছে। এত ছোটজীবনে এই বিশাল লড়াই আমি লড়তে পারব না। সুতরাং, সিদ্ধান্ত নিলাম।”

 

View this post on Instagram

 

A post shared by Zaira Wasim (@zairawasim_)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥