• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

PUBG Mobile এর সাথে সাথেই ভারতের ফিরতে পারে Tiktok

Published on:

জনপ্রিয় মোবাইল গেম PUBG Mobile শীঘ্রই ফিরছে ভারতে। PUBG এর মত শর্ট ভিডিও মেকিং অ্যাপ TikTok নিষিদ্ধ হয়েছিল ভারতে। যার জেরে বেশ কয়েক মাস আগে বিদায় নিয়েছে এই জনপ্রিয় অ্যাপটি। বাচ্চা থেকে বুড়ো সকলেই বুদ হয়েছিল TikTok এ। ভারত চীন সংঘর্ষের জেরে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়। যার পরেই কয়েকশো অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারতে। নিষিদ্ধ অ্যাপ গুলির মধ্যে বলতেগেলে সবই ছিল চীনা অ্যাপ। অ্যাপ ব্যান হবার সময় TikTok এর ওপরেও এই ব্যানের খাড়া পড়ে।

TikTok এর পরে PUBG Mobile নামক ব্যাটেল রয়্যাল গেমটিও ব্যান হয়ে যায় ভারতে। তবে গেমটি ভারতে ফেরা নিয়ে জল্পনা থেকেই গেছিল। বিভিন্ন সূত্রে খবর আস্তে খুব শীঘ্রই ভারতে ফিরতে চলেছে PUBG Mobile গেমটি। সম্প্রতি দীপাবলিতে PUBG Mobile India তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। যাতে কিছু জনপ্রিয় স্ট্রিমার দেড় দেখানো হয়েছে। সাথে রয়েছে ‘Comming Soon’ অর্থাৎ শীঘ্রই আসছে বার্তা।

PUBG Mobile তাদের ভারতীয় ভার্শন লঞ্চ করেছে শীঘ্রই। এই খবর আসার পর থেকেই TikTok-ও আবার ফিরবে কি না সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও তৈরির প্ল্যাটফর্ম TikTok আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতে ফেরার জন্য। TikTok এর ইন্ডিয়ার প্রধান প্রতিনিধি নিখিল গান্ধীর মতে তারা ইউজারদের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা সম্পর্কিত সমস্ত ভারতীয় নিয়ম মেনে চলার চেষ্টা করছে। আশা করা যায় TikTok হয়তো শীঘ্রই কোনো ঘোষণা করতে পারে।

প্রসঙ্গত, TikTok এর পরিবর্তে বাজারে ইতিমধ্যেই বহু বিকল্প এসে হাজির হয়েছে। TikTok এ ২০০০ ভারতীয় কর্মচারীরা কাজ করে। অ্যাপটি ব্যান হলেও বাইটড্যান্স ভারতে কর্মচারীদের ছাটাই করেনি। উল্টে কর্মচারীদের বেতন ও বোনাস দিয়েছে সময় মত। যার ফলে ফিরে নিয়ে ধোঁয়াশা থাকলেও আশা থেকেই যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥