সিঞ্চনা সরকার (Sinchana Sarkar) নামটি বাংলা টেলিভিশনের একনিষ্ঠ দর্শকদের কাছে বেশ চেনা। খুব কম বয়সেই এই শিশুশিল্পী নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন। একদম পুঁচকে বয়সে ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala) ধারাবাহিকের খলনায়িকা তুলির (Tuli) চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
তবে স্টার জলসার এই আইকনিক সিরিয়াল শেষ হয়েছে বেশ অনেক বছর হয়ে গেল। পর্দার পটল, তুলিরাও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। পাল্টে গিয়েছে তাঁদের লুক। তবে সময় বদলালেও মানুষের দক্ষতা যে বদলায় না তা প্রমাণ করে দিলেন সিঞ্চনা। তুলি চরিত্রের পর ফের খলনায়িকার চরিত্রে হাজির হয়েছেন তিনি। আর বলাই বাহুল্য, ফের দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর অভিনয়ে।
‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে তুলি চরিত্রটি প্রচণ্ড হিংসাত্মক ধরণের ছিল। পটলকে একেবারে সহ্য করতে পারতো না সে। এত কম বয়সে এমন চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন সিঞ্চনা। এত বছর পর ফের স্টার জলসারই এক সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
কয়েক মাস আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj) ধারাবাহিকটি। মুখ্য চরিত্র কমলা এবং মানিকের পাশাপাশি আরও একটি চরিত্র নজর কেড়েছে দর্শকদের। সেই চরিত্রটির নাম হল ‘হরিমতী’ (Horimoti)। এই হরিমতীর চরিত্রেই অভিনয় করছেন সিঞ্চনা।
‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের এই হরিমতী চরিত্রটি খলচরিত্র। তবে সেই সঙ্গেই কিছুটা কমেডির ছোঁয়াও রয়েছে। আর এই দুই শেডকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলছেন সিঞ্চনা। ফের একবার নিজের অভিনয়ের মাধ্যমে সকলকে মুগ্ধ করছেন তিনি।
View this post on Instagram
দর্শকদের একাংশের মতে, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর হরিমতী চরিত্রটিকে দেখে ‘পটল কুমার গানওয়ালা’র তুলির কথা মনে পড়ে যাচ্ছে তাঁদের। দুই চরিত্রই একই রকম হিংসাত্মক। তবে সকলেই একথাও বলছেন যে, এত বছর কেটে গেলেও সিঞ্চনার অভিনয় দক্ষতা যে আগের মতোই তুখোড় রয়ে গিয়েছে তা বুঝতে কোনও অসুবিধা হচ্ছে না।