• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুটি কাণ্ডে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, মমতার ছবি পোস্ট করেই স্মৃতি ইরানিকে পাল্টা কটাক্ষ সায়নীর

ভোটের আবহে উত্তপ্ত বাংলার মাটি। ইতিমধ্যেই সামনে এসেছে নির্বাচনী নির্ঘণ্ট। এদিকে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। যার ছাপ এসে পড়ছে টলি পাড়াতেও। একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দলে টেনে রোজই নিত্য-নতুন ‘চমক’ দিচ্ছে শাসক বিরোধী সব পক্ষই। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সম্প্রতি তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন একাধিক ‘বাম’ শিবিরের রীতিমতো জনপ্রিয় মুখ সায়নী ঘোষ। এবার ঘাসফুল শিবিরে নাম লিখিলেই সরকারি আক্রামণ শানালেন বিপির বিরুদ্ধে।

এদিকে পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্কুটি-সফর’ গত দুদিন ধরেই চাপানৌতর চলছে রাজনৈতিক আঙিনায়। এমনকী মমতার ‘কাঁচা হাতে’ স্কুটি চালানোকে চাঁচাছোলা ভাষায় আক্রমণও করছে পদ্মশিবিরের নেতামন্ত্রী। এমনকী “বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে” বলেও সদ্য মমতা বন্দোপাধ্যায়কে ঘুরিয়ে সমালোচনা করেছেন সদ্য বিজেপি শিবিরে নাম লেখানো পায়েল সরকারও। এবার পায়েলের থেকে একধাপ এগিয়ে স্কুটি তরজায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে কটাক্ষ করলেন সায়নী।

   

এদিকে একুশের নির্বাচনের আগে নেটদুনিয়ায় এই হাড্ডাহাড্ডি বাক-বিতণ্ডায় শোরগোল শুরু করেছেন নেটিজেনদের একাংশ। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্মৃতি ইরানির ছবি পাশাপাশি পোস্ট করে সায়নী টুইট করে লেখেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করেছেন স্মৃতি ইরানি।” ওই পোস্টের ক্যাপশনেই বিজেপিকে বিদ্রুপ করে তিনি লিখেছেন, “ আপনার সমচেয়ে বড় সমালোচকও শেষ পর্যন্ত আপনাকেই নকল করবেন।” এমনকী শেষে জুড়েছেন ‘বেঙ্গল শোজ দ্য ডে’ হ্যাশট্যাগও। যা নিয়ে রীতিমতো উতপ্ত টলি পাড়ার রাজনৈতিক মহল।