• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর মায়ের চরিত্র নয়! পিলু শেষ হতেই ছক ভেঙে নতুন চরিত্রে হাজির অদিতি চট্টোপাধ্যায়

বাংলার বিনোদন জগতের একজন দাপুটে অভিনেত্রী হলেন অদিতি চট্টোপাধ্যায় (Aditi Chatterjee)। দেখতে অপরূপ সুন্দরী এই অভিনেত্রী আজও হামেশাই টেক্কা দিতে পারেন টলিউডের (Tollywood) তাবড় অভিনেত্রীদের। অভিনয়ে আসার শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। বাংলা টেলিভিশনের কালজয়ী মেগা সিরিয়াল ‘এক আকাশের নিচে’-তে  নন্দিনী চরিত্রে অভিনয় করে তিনি মন জয় করে নিয়েছিলেন দর্শকদের।

এই সিরিয়ালে শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে তার অভিনয় আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। সেসময় সুন্দরী এই নায়িকার প্রেমে পড়েছিলেন বাংলার অসংখ্য তরুণ। এই সিরিয়ালের পর অভিনেত্রীকে এর পিছনে ফিরে তাকাতে হয়নি। একসময় তিনি অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। সেই সুবাদেই সুযোগ হয়েছিল স্বয়ং টলিউডের ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর সাথে অভিনয় করার ।

   

অদিতি চট্টোপাধ্যায়,Aditi Chatterjee,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,পঞ্চমী,Panchami,নতুন চরিত্র,New Role

বাংলার কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ সেনগুপ্তের নজর কেড়েছিলেন তিনি। তাঁর দহন সিনেমায় শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই সিনেমার পর চলতি বছরেই জিৎ চক্রবর্তী নতুন সিনেমা ‘কথামৃত’-র  হাত ধরে বড় পর্দায় কাম ব্যাক করেছেন অভিনেত্রী। তবে ইদানীং বেশিরভাগ বাংলা সিরিয়ালে (Bengali Serial) মায়ের চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে।

অদিতি চট্টোপাধ্যায়,Aditi Chatterjee,টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,পঞ্চমী,Panchami,নতুন চরিত্র,New Role
একসময় জি বাংলায় জনপ্রিয় সিরিয়াল গোয়েন্দা গিন্নীতে ইন্দ্রানী হালদারের জা নন্দার চরিত্রে অভিনয় করেছিলেন অদিতি। পরবর্তীতে মিঠাই সিরিয়ালের খলনায়িকা তোর্সার মায়ের চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছিলেন তিনি। এছাড়া কদিন আগেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে অদিতি অভিনীত পিলু সিরিয়াল। এই সিরিয়ালে নায়ক আহিরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।


আর পিলু শেষ হতে না হতেই  অদিতি ফিরেছেন নতুন রূপে,নতুন চরিত্রে (New Role)। তবে এবার আর মা-কাকিমা নয় স্টার জলসার নতুন সিরিয়াল পঞ্চমী (Panchami)-তে জলের তলায় বিরাজমান নাগ মাতার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে অভিনেত্রীকে এই নতুন রূপে দেখে ভীষণ খুশী হয়েছেন তাঁর অনুরাগীরাও। প্রসঙ্গত সাহানা দত্তের লেখা এই নতুন সিরিয়ালে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত এবং অভিনেত্রী সুস্মিতা দে।

site