• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’ তো ট্রেলার! চলতি বছর বক্স অফিস কাঁপাতে আসছে বলিউডের এই ৯ সিনেমা, রইল তালিকা

Published on:

After Pathaan these 9 Bollywood Movies ready to make Blockbusters in Box Office

গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষরা এই মুহূর্তে ‘পাঠান’ (Pathaan) জ্বরে কাবু। বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা। রিলিজের ৫ দিনের মধ্যেই ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে এই ছবি। বয়কটের ছায়া কাটিয়ে বছরের শুরুতেই ‘পাঠান’এর সাফল্য নিঃসন্দেহে বলিউডের (Bollywood) জন্য বড় প্রাপ্তি। তবে জানিয়ে রাখি, ‘পাঠান’ তো শুধু ট্রেলার! এই বছর বক্স অফিসে ঝড় তুলতে আসবে বলিউডের একাধিক মেগা বাজেট সিনেমা (Upcoming Bollywood movies)।

শেহজাদা (Shehzada) – ‘পাঠান’এর পর রিলিজ হতে চলেছে কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’। ছবিটির ট্রেলার দেখে বেশ ভালোলেগেছে দর্শকদের। এই মুহূর্তে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন কার্তিক-কৃতি। আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই ছবি।

Shehzada movie

তু ঝুটি ম্যায় মক্কার (Tu Jhoothi Main Makkar) – প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। লভ রঞ্জনের রোম্যান্টিক-কমেডি ঘরানার এই ছবির ট্রেলার দর্শকদের বেশ ভালোলেগেছে। নজর কেড়েছে রণবীর-শ্রদ্ধার রসায়ন। আগামী ৮ মার্চ রিলিজ করবে এই সিনেমা।

Tu Jhoothi Main Makkar

ভোলা (Bholaa) – অজয় দেবগণ-তাবু অভিনীত ‘ভোলা’র টিজার দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। এই ছবিতে একেবারে অন্য ধরণের চরিত্রে দেখা যাবে ‘সিংঘম’কে। অপরদিকে ‘দৃশ্যম ২’র পর ‘ভোলা’তেও পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তাবু। টিজার দেখেই দর্শকদের একাংশের ঘোষণা, বক্স অফিসে ঝড় তুলবে এই ছবি। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভোলা’।

Bholaa, Bholaa teaser, Ajay Devgn, Tabu, Bollywood, movie, entertainment, ভোলা, ভোলা টিজার, অজয় দেবগণ, তাব্বু, বলিউড, সিনেমা, বিনোদন

কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan) – দীর্ঘ প্রতীক্ষার পর ফের বড়পর্দায় ফিরছেন সলমন খান। ঈদের মরসুমে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নিয়ে আসছেন ভাইজান। ছবিটির ট্রেলার দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

Kisi Ka Bhai Kisi Ki Jaan

রকি অউর রানী কি প্রেম কাহানি (Rocky Aur Rani Ki Prem Kahani) – ‘গালি বয়’এর পর ফের একবার একসঙ্গে পর্দায় দেখা যাবে রণবীর সিং এবং আলিয়া ভাটকে। করণ জোহর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমির মতোর তারকারা। আগামী ২৮ এপ্রিল রিলিজ করবে এই ছবি।

Rocky Aur Rani Ki Prem Kahani

জওয়ান (Jawan) – ‘পাঠান’এর পর অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’এ দেখা যাবে ‘কিং খান’কে। এই ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা এবং বিজয় সেতুপতিকে। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি ‘জওয়ান’ রিলিজ করবে আগামী ২ জুন।

Jawan movie

অ্যানিমাল (Animal) – ‘চকোলেট বয়’ রণবীর কাপুরকে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে ‘অ্যানিমাল’এ। ছবির ফার্স্ট লুক ইতিমধ্যে সাড়া ফেলেছে দর্শকমহলে। রণবীরের বিপরীতে এই ছবিতে দেখা যাবে দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানাকে। আগামী ১১ আগস্ট রিলিজ করবে ‘অ্যানিমাল’।

Animal first look

টাইগার ৩ (Tiger 3) – দীপাবলির মরসুমে পর্দায় ফিরবে সলমন খান এবং ক্যাটরিনা কাইফের জুটি। দর্শকদের জন্য বোনাস হিসেবে থাকবে, ‘পাঠান’ শাহরুখ খানের ক্যামিও। আগামী ১০ নভেম্বর রিলিজ করবে এই সিনেমা।

Tiger 3

ডানকি (Dunki) – বছরের শুরু যেমন হয়েছে শাহরুখ খানের ছবি দিয়ে, শেষটাও তাই হবে। চলতি বছর একটি নয়, দু’টি নয়, তিন-তিনটি ছবি নিয়ে আসবেন ‘কিং খান’।

Dunki movie, Shah Rukh Khan and Rajkumar Hirani

‘পাঠান’, ‘জওয়ান’এর পর রাজকুমার হিরানির ‘ডানকি’তে দেখা যাবে শাহরুখকে। বড়দিনের মরসুমে, ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥