• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’র পর আবারও কাঁপবে বক্স অফিস, ‘ডন’কে নিয়ে ‘Dhoom 4’ এর ঘোষণা বলি পরিচালকের

Published on:

Shahrukh Khan might be seen in Dhoom 4 bollywood director makes big announcement

দীর্ঘ ৪ বছর বড়পর্দা থেকে দূরে থাকার পর চলতি বছরের শুরুতে কামব্যাক করেছেন বলিউড (Bollywood) ‘বাদশা’ শাহরুখ খান (Shahrukh Khan)। ব্লকবাস্টার ‘পাঠান’এর হাত ধরে রুপোলি পর্দায় ফিরেছেন তিনি। বক্স অফিসে ঝড় তুলেছে সেই ছবি। রিলিজের এক মাস পরেও ছবিটি ঘিরে দর্শকমহলে উত্তেজনা দেখার মতো। ‘পাঠান’ (Pathaan) ক্রেজ শেষ হওয়ার আগেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘ধুম ৪’এর (Dhoom 4) কথা ঘোষণা করে দিলেন।

যশ রাজ ফিল্মস প্রযোজিত অত্যন্ত সফল ফ্র্যাঞ্চাইজি হল ‘ধুম’ (Dhoom)। অভিষেক বচ্চন, ঋত্বিক রোশন, আমির খানের মতো শিল্পীরা ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির অংশ থেকেছেন। এবার সেই তালিকারই নবতম সংযোজন হতে চলেছেন ‘কিং খান’। মঙ্গলবার দোলের দিন ‘ধুম ৪’এর কথা ঘোষণা করেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেই সঙ্গেই নিশ্চিত করেন, দর্শকদের দাবি মতো এই ছবিতে শাহরুখই থাকবেন।

Shah Rukh Khan and Siddharth Anand, Dhoom 4

সিদ্ধার্থ একটি টুইট করে লিখেছেন, ‘#ধুম ৪, #শাহরুখ খান। সকল অনুরাগীর জন্য একটি আপডেট রয়েছে। শীঘ্রই শ্যুটিং শুরু হবে (আগামীকাল ভিলেনের বিষয়ে আপডেট দেওয়া হবে)। আমার প্রিয় শাহরুখ স্যারের সঙ্গে আরও একবার কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি’।


সিদ্ধার্থ ‘ধুম ৪’এর কথা ঘোষণা করা মাত্রই ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছেন। কেউ জিজ্ঞেস করছেন, খবরটি সত্যি কিনা? কারোর আবার প্রশ্ন, ভিলেন হিসেবে সত্যিই অক্ষয় কুমারকে দেখা যাবে তো? যদিও এর মধ্যে একটি প্রশ্নেরও জবাব দেননি ‘পাঠান’ পরিচালক।

তবে ‘ধুম ৪’এর বিষয়ে সিদ্ধার্থের যে প্রোফাইল থেকে টুইট করা হয়েছে সেটি ভেরিফায়েড নয়। অর্থাৎ সেটিতে নীল রঙের টিক চিহ্নটি নেই। সেই কারণে এই খবর কতখানি সত্যি সেই বিষয়ে অনুরাগীদের মনে প্রশ্ন রয়েই গিয়েছে। নেটিজেনদের একাংশের মতে, সিদ্ধার্থের প্রোফাইলটি ভুয়ো।

Shah Rukh Khan sad, Shah Rukh Khan Dhoom 4, Dhoom 4

প্রসঙ্গত, ‘পাঠান’এর গগনচুম্বী সাফল্যের পর দর্শকদের একাংশ দাবি করেছিলেন, ‘ধুম ৪’এ শাহরুখকে নেওয়া হোক। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল এই দাবিতে। তবে দর্শকরা দাবি করলেও, শাহরুখ কিংবা যশ রাজ ফিল্মস কেউ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥