• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’ শেষ হওয়ার আগেই নতুন সিরিয়ালের কাজ শুরু! ভাইরাল সৌমিতৃষার নতুন লুকের ছবি

Updated on:

After Mithai Soumitrisha Kundu is coming with a new serial, claim netizens

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালের হাত ধরে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। এর আগে অবশ্য ‘কনে বউ’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করলেও ‘মিঠাই’য়ের মতো জনপ্রিয়তা তখন পাননি অভিনেত্রী। এখন সৌমিতৃষাকে সবাই এক ডাকে চেনে। বেশিরভাগ মানুষের কাছেই তাঁর পরিচিতি ‘মিঠাই’য়ের দৌলতে।

জি বাংলার পর্দায় গত দু’বছরেরও বেশি সময় ধরে ‘মিঠাই’ সম্প্রচারিত হচ্ছে। সিরিয়ালের নায়ক-নায়িকা সিদ্ধার্থ এবং মিঠাইয়ের চরিত্রে যথাক্রমে আদৃত রায় এবং সৌমিতৃষার অভিনয় দারুণ পছন্দ দর্শকদের। কিন্তু গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, চলতি মাসেই শেষ হবে ‘সিধাই’য়ের পথচলা। জি বাংলার আসন্ন মেগা ‘ফুলকি’কে স্থান করে দিতে শেষ করে দেওয়া হবে ‘মিঠাই’।

Zee Bangla’s Mithai is reportedly ending in April, take a look at last telecast date

চ্যানেলের তরফ থেকে এখনও অবশ্য ‘মিঠাই’ শেষ হওয়া প্রসঙ্গে কোনও অফিশিয়াল আপডেট দেওয়া হয়নি। তবে ‘ফুলকি’র প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই প্রমাদ গুনতে শুরু করে দিয়েছেন ‘মিঠাই’প্রেমীরা। পাশাপাশি অনেকের মনে এও প্রশ্ন জাগছে যে, সিরিয়াল শেষ হয়ে গেলে আবার কবে পর্দায় দেখা যাবে আদৃত, সৌমিতৃষাকে?

এসবের মাঝেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পর্দার মিঠাইরানীর একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে নেটিজেনদের একাংশ অনুমান করছেন, ‘মিঠাই’ শেষ হওয়ার আগেই নতুন ধারাবাহিকের কাজ শুরু করে দিয়েছেন সৌমিতৃষা এবং ভাইরাল হওয়া সেই ছবি অভিনেত্রীর নতুন ধারাবাহিকের লুক।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu new serial, Soumitrisha Kundu upcoming serial

সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, সালোয়ার স্যুট পরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন সৌমিতৃষা। অভিনেত্রীর চুল খোলা এবং তাঁর হাতে রয়েছে একটি জিনিস ভর্তি থলে। ‘মিঠাই’ ধারাবাহিকে যেহেতু সৌমিতৃষাকে এই লুকে দেখা যায় না তাই সকলে ভাবছেন এটি হয়তো তাঁর আগামী ধারাবাহিকের লুক। যদিও এই বিষয়ে এখনও কোনও অফিশিয়াল খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে একজন নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, চলতি মাসের মাঝামাঝি নাগাদ ‘মিঠাই’য়ের অন্তিম পর্বের শ্যুটিং হয়ে যাবে এবং এই মাসের মধ্যেই পথচলা শেষ হবে ‘সিধাই’য়ের। এরপর থেকেই বেশ মন খারাপ ‘মিঠাই’প্রেমীদের। তবে এখনও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। সেই জন্য অনেকে এখনই নিরাশ হচ্ছেন না। সোশ্যাল মিডিয়ার গুঞ্জনে কান না দিয়ে তাঁরা আপাতত চ্যানেলের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥