• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই শেষ হতেই ভোলবদল! এই সিরিয়ালে ভিলেন হয়ে ফিরছেন ‘রাজীব’ অভিনেতা সৌরভ

Published on:

After Mithai ends Rajib Kumar actor Sourav Chatterjee ready to play villian character in Zee Bangla New Serial Fulki

বাংলা বিনোদন জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলে সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)।  যদিও বিগত আড়াই বছরের বেশি সময় ধরে ছোট পর্দ পর্দার দর্শকদের কাছে তিনি ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের মোদক বাড়ির বড় জামাই রাজীব কুমার (Rajib Kumar) নামেই বেশি পরিচিত।

প্রসঙ্গত মিঠাই সিরিয়াল বাংলা সিরিয়ালের জগতে অন্যতম একটি মাইলস্টোন। তাই এই সিরিয়ালটির হাত ধরে শুধুমাত্র  নায়ক-নায়িকা সিদ্ধার্থ মিঠাই-ই  নয় সমান ভেবে জনপ্রিয়তা পেয়েছেন এই সিরিয়ালের অন্যান্য চরিত্ররায়। তাদের মধ্যেই অন্যতম একজন হলেন মোদক  পরিবারের বড় জামাই তথা রাজীব কুমার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bangla,রাজীবকুমার,Rajibkumar,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,সিরিয়াল,New Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty

মিঠাই শেষ হতেই এবার একটা নতুন প্রজেক্টে হাত দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা। শোনা যাচ্ছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’তে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভকে। সম্প্রতি এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে দেওয়া সাক্ষাৎকারের সৌরভ জানিয়েছেন মিঠাই শেষ হওয়ার পর বেশ কিছু চরিত্রের অফার তিনি পেয়েছিলেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bangla,রাজীবকুমার,Rajibkumar,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,সিরিয়াল,New Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty

কিন্তু সেই চরিত্রগুলি ছিল মিঠাই সিরিয়ালের রাজীব কুমারেরই ধাঁচেই তৈরি চরিত্র। তাই সেই সব চরিত্রে তিনি সেভাবে আগ্রহখুঁজে পাননি। কিন্তু সন্ধ্যাতারা সিরিয়ালে অনেকদিন পর একটি নেগেটিভ চরিত্র পেয়ে তার লুফে নিয়েছেন সৌরভ।

নতুন প্রজেক্ট সম্পর্কে সৌরভ জানিয়েছেন ‘এই সিরিয়ালের গল্পটি জমিদারবাড়ির প্রেক্ষাপটে। আমি নায়কের মেজ মামার ভূমিকায় রয়েছি। গল্প যেমনভাবে এগোবে, চরিত্রটিও নানাভাবে ধরা দেবে।’ প্রসঙ্গত ইতিপূর্বে জলনূপুর,মহাপীঠ তারাপীঠ,রানী রাসমণি,ত্রিনয়নীর মতো একাধিক সিরিয়ালে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,জি বাংলা,Zee Bangla,রাজীবকুমার,Rajibkumar,সৌরভ চ্যাটার্জী,Sourav Chatterjee,সিরিয়াল,New Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty

এছাড়াও ‘একেন বাবু’ সিরিজেও ধূসর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সৌরভ।  জানা যাচ্ছে হইচই-এর আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্দু ৩’তেও নেগেটিভ রোল করবেন ছোটপর্দার মিঠাইরানির বড় জামাইবাবু। তবে মিঠাই শেষ হওয়ার পর সৌরভের অনস্ক্রিন বৌ নন্দা অভিনেত্রী কৌশাম্বি এবার তাঁর প্রতিপক্ষ হয়ে আসছেন জি বাংলার নতুন সিরিয়াল ফুলকিতে। দুটো সিরিয়ালই সম্প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে সাত টার প্রাইম টাইম স্লটে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥