সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ বাংলাদেশের (Bangladesh) হিরো আলম (Hero Alom)-কে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। বরাবরই নানান কাণ্ডকারখানা করে শিরোনামে থাকতে ভালোবাসেন হিরো আলম। তাই নেটপাড়ায় তাকে নিয়ে চর্চার শেষ নেই মানুষের। মাঝেমধ্যেই একাধিক জনপ্রিয় গান (Song)একেবারে নিজস্ব কায়দায় আপন মনে গেয়ে যান হিরো আলম। এমনকি তা সে ভুল উচ্চারণে হলেও সেসবের পরোয়া করেন না বাংলাদেশের এই চর্চিত গায়ক।
তবে তার ওপর ভীষণভাবে খেপে রয়েছেন বাংলাদেশের মানুষজন। বাংলাদেশের বাসিন্দাদের মতে এই হিরো আলমের জন্যেই তাদের গোটা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিছুদিন আগে তাকে মানববন্ধন করে গ্রেপ্তারের দাদি পর্যন্ত তুলেছিলেন পড়শী দেশের একাংশ। প্রসঙ্গত বাংলাদেশের পদ্মা সেতু (Padma Setu) এখন সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
গত সপ্তাহেই পদ্মা নদীর বুকে দোতালায ব্রিজের উদ্বোধন করে বিশ্ববাসীকে একেবারে চমকে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাংলাদেশের গর্ব এই পদ্মা সেতু নিয়ে এবার নিজের কায়দায় গান বেঁধে ফেললেন হিরো আলম। মাথায় গাঢ় সবুজ কাপড় আর গলায় বাংলাদেশের পতাকা নিয়ে, গায়ে সবুজ জামা পরেই এদিন পদ্মা নদীর বুকে নৌকায় দাঁড়িয়েই হিরো আলম গেয়ে ওঠেন ‘পদ্মা সেতুর গান, শেখ হাসিনার জয়গান’।
তবে বেশি কায়দা করে গান গাইতে গিয়ে প্রতিবারের মতো এবারও প্রশংসার চেয়ে কটাক্ষয় বেশি জুটলো কপালে। নিন্দুকরা বলে থাকেন ‘ভুলভাল গান গাওয়া যদি আর্ট হয়, হিরো আলম তাহলে আর্টিস্ট’। এই, মাত্র কিছুদিন আগেই জনপ্রিয় রবীন্দ্র সংগীত নিজস্ব কায়দায় গেয়ে সবার হাসির পাত্র হয়েছিলেন হিরো আলম। তার উচ্চারণের বহর দেখে অজ্ঞান হওয়ার জোগাড় হয়েছিল সবার।
এমন একের পর এক অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশের মানুষ কার্যত তিতিবিরক্ত হয়ে হিরো আলমকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তবে সেসবে দমিয়ে রাখা যায়নি এই চর্চিত ইউটিউবার কে। তাই বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধন হওয়ার পর আবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই চর্চিত ইউটিউবার। হিরো আলমের এই নতুন গান নিয়েই শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। কেউ লিখেছেন ‘পদ্মা সেতুর গান শুনে ফেটে গেলো আমার কান’ আবার কেউ লিখেছেন ‘৫ মিনিটের গান মনে হয় ৫ ঘণ্টা ধরে শুনছি। ভিডিও শেষ হবার কোনো নামই নাই’।